Jobs in Rupashree Prakalpa: রাজ্যের এই জেলায় রূপশ্রী প্রকল্পে হচ্ছে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। নিচে জেনে নিন আবেদনের শেষ তারিখ।


Rupashree Prakalpa Jobs: রূপশ্রী প্রকল্পের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হুগলির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিস। অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে নিয়োগ। সব মিলিয়ে ৩টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই চাকরি। নিযুক্তদের হুগলির সাব ডিভিশন ব্লক অফিসের অধীনে কাজ করতে হবে।


ACCOUNTANT – 01 (ST)
শিক্ষাগত যোগ্যতা: অনার্স সহ বাণিজ্যে স্নাতক। আবেদনকারীর কম্পিউটারের কাজের জ্ঞান ও এমএস অফিস প্যাকেজে কাজ করার ক্ষমতা (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) থাকতে হবে। এ ছাড়াও স্প্রেডশিট, ট্যালি জ্ঞান থাকা বাধ্যতামূলক। যেকোনও সরকারি/বেসরকারি চাকরিতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকবে হবে চাকরিপ্রার্থীর।


DATA ENTRY OPERATOR – 02 (UR-1/ ST-1)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যেকোনও বিষয়ে স্নাতক ও কম্পিউটারের কাজের জ্ঞান থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর এমএস অফিস প্যাকেজে কাজ করার ক্ষমতা ও প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এছাড়াও সরকারি/বেসরকারি কাজে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। 


দ্রষ্টব্য: চাকরিপ্রার্থীকে অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


Rupashree Prakalpa Jobs: বয়স সীমা উপরের সব পোস্টে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।জেলা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (DPMU), হুগলি সাব ডিভিশন ও রূপশ্রী প্রকল্পের অধীনে ব্লক অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এই পদগুলিতে।


Jobs in Rupashree Prakalpa: প্রার্থী নির্বাচন
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ছাড়াও ব্যক্তিত্বের পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে চাকরিপ্রার্থীদের।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, হুগলির অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — https://hooghly। nic.in


Rupashree Prakalpa Jobs: কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কেবল হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে 
করতে হবে আবেদন। https://hooghly.nic.in  তারিখ 08/02/2022 থেকে 28/02/2022 পর্যন্ত
 


Education Loan Information:

Calculate Education Loan EMI