Vacancy: ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) সহকারী অধ্যাপক, অধ্যাপক, মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)  ও কেমিস্টের ৬৩ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (WBHRB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।


WBHRB নিয়োগ 2023 পোস্টের বিবরণ:
পদের নাম                           শূন্যপদ
সহকারী অধ্যাপক                   02
অধ্যাপক                                06
মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) ৫০
কেমিস্ট                                  05


শিক্ষাগত যোগ্যতা:
সহকারী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রে ডিএম/এমসিএইচ/ডিএনবি উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীর।
অধ্যাপক পদের জন্য M.Sc. নার্সিং ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।
মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)পদে আবেদনের ক্ষেত্রে কেমিস্ট্রিতে পিজি যোগ্যতা থাকতে হবে।
কেমিস্ট পদে আবেদনের ক্ষেত্রে কেমিস্ট্রিতে পিজি ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীর।


WBHRB নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থীদের বাছাই করা হবে প্রাথমিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের (WBHRB)- www.wbhrb-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। ভিতরে প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 


পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড নিয়োগের আবেদন ফি:
প্রার্থীদের টাকা দিতে হবে। 210/- আবেদন ফি হিসাবে। ডেবিট/ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা উপলব্ধ অন্য কোনো বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় ফি অনলাইন মোডে দেওয়া যেতে পারে। আরো বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।S.C./S.T এর ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।


WBHRB নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন — www.wbhrb.in। নির্ধারিত ফি এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখাবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে কোথাও কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সেই ক্ষেত্রে সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।


কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 


পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 01-09-2023


অনলাইন আবেদনের শেষ তারিখ: 15-09-2023


আরও পড়ুন SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬ হাজারেরও বেশি পদে হচ্ছে নিয়োগ, কারা আবেদনের যোগ্য়


Education Loan Information:

Calculate Education Loan EMI