Jobs In KMC: কলকাতা পুরসভার একাধিক পদে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । মেডিসিন, পেডিয়াট্রিক্স ,অপথালমোলজিস্ট ছাড়াও গাইনোকলজি বিভাগে হবে নিয়োগ। আগ্রহী চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।


KMC Recruitment 2022: মোট কতজন হবে নিয়োগ ?
মেডিসিন, পেডিয়াট্রিক্স ,অপথালমোলজিস্ট ছাড়াও গাইনোকলজির প্রতিটি বিভাগে ১৭ জন করে হবে নিয়োগ। এই ক্ষেত্রে প্রতিটি বিভাগেই বয়সসীমা রাখা হয়েছে ৬২ বছরের মধ্য়ে। চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে,এই পদে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে থাকবে ডিউটি আওয়ারস।


Jobs In KMC: সরাসরি ইন্টারভিউয়ের সময়
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ১৬ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ইন্টারভিউয়ের স্থানে রিপোর্টিং করতে হবে। সাড়ে ১১টা থেকে ১২টার মধ্য়ে রয়েছে রিপোর্টিং টাইম। এই বিষয়ে বিশদে জানতে www.kmc.gov.in-এ গিয়ে দেখতে পারেন। এই পদগুলির জন্য ইন্টারভিউ হবে  কলকাতা সিটি NHUM সোস্যাইটি , এসএন ব্যানার্জি রোড কলকাতায়।  পিএমইউ -তে ২৫৪ নম্বর ঘরে হবে ইন্টারভিউ।


KMC Recruitment 2022: কী কী আনতে হবে চাকরিপ্রার্থীদের ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ইন্টারভিউয়ের সময় MBBS-এর সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ আবশ্যিক। এ ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশেন থাকতে হবে এই চিকিৎসকদের। এর পাশাপাশি ছবি ও ঠিকানার প্রমাণপত্রের জন্য পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড নিয়ে আসতে হবে আবেদনকারীদের। এই বিষয়ে বিশদে জানতে  www.kmc.gov.in-এ গিয়ে দেখতে হবে আবেদনকারীদের।


Jobs In Airport Authority: এ ছাড়াও এয়ারপোর্ট অথরিটিতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। AAI-এর এই পদগুলিতে প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন। শিগগিরই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা ২২ ডিসেম্বর থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২১ জানুয়ারি ২০২৩ নির্ধারণ করা হয়েছে।


AAI Recruitment 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের মাধ্যমে জুনিয়র এক্সিকিউটিভের ৫৯৬ টি পদে নিয়োগ করবে। এই ড্রাইভের মাধ্যমে জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) এর ৬২টি, জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল) এর ৮৪টি পদ, জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) এর ৪৪০টি ও জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) এর ১০টি পদে নিয়োগ দেওয়া হবে। যার জন্য আবেদনকারী প্রার্থীকে সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং/প্রযুক্তি বিষয়ে ডিগ্রি ও অন্যান্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।


আরও পড়ুন : AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটিতে ৫৯০টির বেশি পদে নিয়োগ,লাখ টাকা হবে বেতন


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI