Kolkata Police Recruitment 2022: কলকাতা পুলিশে (Kolkata Police)  চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কনস্টেবল, লেডি কনস্টেবল পদে হবে নিয়োগ। সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)।


Kolkata Police Jobs: আবেদনকারীর বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছরে হতে হবে। এই ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়স ২৭ বছর। তবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য সংরক্ষিত আসনে বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে । তবে যারা কলকাতা পুলিশের অধীনে সিভিক পুলিশ বা হোমগার্ড হিসাবে রয়েছেন তাদের এই ক্ষেত্রে বয়সে কোনও ছাড় দেওয়া হয়নি। 


Kolkata Police Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা


এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সেই ক্ষেত্রে আবেদনকারীকে West Bengal Board of Secondary Education বা তার সমতুল কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র লাভ করতে হবে।


Kolkata Police Jobs: ভাষা জ্ঞান


কলকাতা পুলিশে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহারের  সাব ডিভিশন জেলাগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা পাহারের স্থায়ী বাসিন্দা হলে আর এই ভাষা তাদের ক্ষেত্রে আবশ্যক হবে না।


Kolkata Police Recruitment 2022: হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী নিয়ম ?


কলকাতা পুলিশে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। এই দুই কর্তব্যরত প্রার্থীদের কলকাতা পুলিশে আবেদনের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে কমপক্ষে তিন বছর চাকরি করতে হবে। তবেই তাঁরা এখানে আবেদন করতে পারবেন।


Kolkata Police Jobs: স্পোর্টস কোটার অধীনে সংরক্ষিত শূন্যপদের জন্য, কেবল মেধাবী ক্রীড়া ব্যক্তিত্বরাই আবেদন করতে পারবেন
এই ক্রীড়া জগতের লোকজনই এখানে আবেদন করতে পারবেন..
i) অ্যাথলেটিক্স [ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট সহ], ii) ব্যাডমিন্টন, iii) বাস্কেট বল, iv) ক্রিকেট, v) ফুটবল, vi)হকি, vii) সাঁতার, viii) টেবিল টেনিস, ix) ভলি বল, x) টেনিস, xi) ভারোত্তোলন, xii) কুস্তি,xiii) বক্সিং, xiv) সাইক্লিং, xv) জিমন্যাস্টিকস, xvi) জুডো, xvii) রাইফেল শুটিং, xviii) কাবাডি  xix) খোখো


আগামী ২৭ জুনের মধ্য়ে অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। ২৯ মে থেকে আবেদন জমার দিন শুরু হয়েছে।


আরও পড়ুন: UPSC Civil Service Final Result: ইউপিএসসি সিভিল সার্ভিসের ফল ঘোষণা, সবার শীর্ষে শ্রুতি শর্মা


 


Education Loan Information:

Calculate Education Loan EMI