KVS Post Graduate Teacher (PGT) Recruitment Policy 2022: সপ্তম বেতন কমিশনের পর বদলে যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন Kendriya Vidyalaya Sangathan (KVS)-এর নীতি। নতুন নিয়ম অনুসারে বদলাবে সরকারি স্কুলের বেতন কাঠামো , পদোন্নতির পদ্ধতি ছাড়াও বাছাই পর্ব।


KVS Teacher Recruitment Policy 2022: সরকারি স্কুলে শিক্ষকতা করতে চাইলে KVS PGT পদ হতে পারে সেরা বিকল্প। এখনও পর্যন্ত ২০২২ সালের KVS Post Graduate Teacher (PGT) নিয়োগের তারিখ ঘোষণা করেনি কর্তৃপক্ষ। এই শিক্ষকতার চাকরির বিষয়ে জানতে kvsangathan.nic.in.-এ নজর রাখতে হবে চাকরিপ্রার্থীদের। তবে এই প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে এই ধরনের শিক্ষকতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।যেখানে সপ্তম বেতন কমিশনের পর KVS PGT পদের বেতন কাঠামো, পদোন্নতির বিষয়ে খোলসা করব আমরা।


KVS Post Graduate Teacher (PGT) 2022 Recruitment Policy:


পদের নাম -স্নাতকোত্তর শিক্ষক (Post Graduate Teacher)
শ্রেণি বিভাগ- গ্রুপ ‘বি’


বেতন কাঠামো- গ্রেড পে 4800 টাকা সহ 9300-34800 টাকা (এন্ট্রি স্কেল) 


গ্রেড পে 5400 টাকা সহ 15600-39100 টাকা (সিনিয়র স্কেল)


গ্রেড পে 6600 টাকা সহ 15600-39100 টাকা (সিলেকশন স্কেল)


KVS Teacher Recruitment Policy 2022: বয়স সীমা
এই পদে আবেদনরে ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।SC/ST ছাড়াও অন্য বিভাগের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে।


KVS Teacher Recruitment Policy 2022: শিক্ষাগত যোগ্যতা
নিচের যেকোনও একটিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীদের। 


1. এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের B.E বা B. Tech. (কম্পিউটার সায়েন্স/আইটি)-তে ডিগ্রি থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষাগত যোগ্যতা পেতে হবে আবেদনকারীর। এ ছাড়াও কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর।


2 প্রার্থী B.E, B. Tech ছাড়াও কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকেই এই পাঠ নিতে হবে চাকরিপ্রার্থীর।


3 M.Sc (Computer Science)/ MCA উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। 


4 স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (কম্পিউটার সায়েন্স) / BCA ডিগ্রি থাকলে এই পদে করা যাবে আবেদন।কম্পিউটারে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকলেও চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। এ ছাড়াও DOEACC থেকে B বা C লেভেল কোর্স করা প্রার্থীরা স্নাতকোত্তর শিক্ষক (Post Graduate Teacher) গ্রুপ ‘বি’পদে আবেদন করতে পারবেন।


আরও পড়ুন : Paschim Medinipur Jobs: শিক্ষক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে এই জেলায়, আবেদনের যোগ্য কারা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI