LIC AAO Recruitment 2023: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে, ১৫ জানুয়ারি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি।
LIC AAO 2023 Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু হয় - ১৫ জানুয়ারি থেকে
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - ৩১ জানুয়ারি
অ্য়াডমিট কার্ড পাবেন - পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে
প্রিলি পরীক্ষার তারিখ (সম্ভাব্য) - ১৭ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে
মেন পরীক্ষার তারিখ - ১৮ মার্চ
LIC AAO 2023 নিয়োগ: শূন্যপদ কতগুলি ?
LIC AAO নিয়োগ পরীক্ষা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট,অ্যাকচুয়ারিয়াল,লিগ্যাল ও আইটি পদের অধীনে AAOs(সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের)নিয়োগ হয়ে থাকে। LIC AAO নিয়োগ 2023-এর লক্ষ্য হল ভারতের জীবন বিমা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অধীনে মোট ৩০০টি AAO শূন্যপদ পূরণ করা।
LIC AAO নিয়োগ 2023: নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা যারা LIC AAO নিয়োগ 2023-এর জন্য রেজিস্টার করবেন, তাদের একটি তিন-পর্যায়ের নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। LIC AAO নির্বাচন প্রক্রিয়ায় একটি প্রিলি,মেন ও সাক্ষাৎকারের ভিত্তিতে হবে। LIC AAO 2023 পরীক্ষার তারিখগুলি ইতিমধ্যেই LICI-র সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে প্রধান পরীক্ষা ও সাক্ষাৎকারে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। গুরুত্বপূর্ণভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি নিয়োগের আগে মেডিক্যাল পরীক্ষাও দিতে হবে। পরীক্ষায় মেডিক্যালি ফিট পাওয়া গেলেই প্রার্থীদের চাকরির প্রস্তাব দেওয়া হবে।
LIC AAO 2023 নিয়োগ: অনলাইনে আবেদন করার ধাপ
১ LIC-এর অফিশিয়াল ওয়েবসাইট - licindia.in- এ যান
২ হোমপেজে, 'ক্যারিয়ার' ট্যাবে ক্লিক করুন
৩ খোলা নতুন পৃষ্ঠায়, 'সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ (জেনারেলিস্ট-2023) এ ক্লিক করুন।
৪ "অনলাইনে আবেদন করুন" এ ক্লিক করুন
৫ পোর্টালে নিজেকে রেজিস্টার করুন
৬ সিস্টেম-জেনারেটেড অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে আবার লগইন করুন
৭ সব প্রয়োজনীয় বিবরণ সহ অনলাইনে আবেদনপত্র পূরণ করুন
৮ সব প্রয়োজনীয় নথি আপলোড করুন
৯ অনলাইনে আবেদন ফি জমা দিন
১০ আবেদন জমা দিন
১১ ভবিষ্যতের রেফারেন্সের জন্য কনফারমেশন পৃষ্ঠাটি ডাউনলোড করে সেভ করুন
আরও পড়ুন : West Bengal Jobs: রাজ্যে নার্স নিয়োগ হচ্ছে এই জেলায়, এঁরা আবেদনের যোগ্য
Education Loan Information:
Calculate Education Loan EMI