মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশন : কেমন হতে পারে মাধ্যমিকের (Madhyamik 2023) জীবন বিজ্ঞানের (Life Science) প্রশ্নপত্র ? কোন কোন বিভাগ, আর কোন বিভাগের ঠিক কোন অংশে বাড়তি জোর দিলে মিলতে পারে ভাল নম্বর ? জীবনের প্রথম অন্যতম বড় পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে পাঠশালা লাইভের মাধ্যমে লাইফ সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন (Last Minute Suggestion) জানাচ্ছে এবিপি লাইভ। পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলের শিক্ষক ড. উৎপল অধিকারী দিচ্ছেন সেই খোঁজ। সাজেশন জেনে নেওয়ার আগে একঝলকে দেখে নেওয়া যাক, জীবন বিজ্ঞানের প্রশ্ন কটি ভাগে ভাগ হতে চলেছে, আর সেখানে কত করে নম্বর রয়েছে। আর দেখে নেওয়া যাক কোন বিভাগে ঠিক কতগুলো প্রশ্ন ও কত নম্বর রয়েছে।
অধ্যায়গত ভাগ ও নম্বর
প্রথমেই রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়। মোট ১২ টি প্রশ্ন সহ ১৯ নম্বর রয়েছে যে অংশে। দ্বিতীয়টি হচ্ছে জীবনের প্রবহমানতা, যেখানে ১১টি প্রশ্নে থাকবে ১৭ নম্বর। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ে ৯ টি প্রশ্নে ১৫ নম্বর থাকবে। একই ভাগ অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়েও। আর শেষ তথা পরিবেশ অংশে ১৩ টি প্রশ্নে ২৪ নম্বর থাকবে। সবমিলিয়ে মোট ৫৪ টি প্রশ্নে ভাগ করা থাকবে ৯০ নম্বর।
প্রশ্নপত্রের নম্বর অনুযায়ী ভাগ
চার ভাগে বিভক্ত জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র। ক বিভাগে রয়েছে। MCQ। এর জন্য নেগেটিভ মার্কিং নেই। ১৫টি প্রশ্নের সবকটিরই উত্তর দিতে হবে। খ বিভাগে থাকে মোট ২৬টি প্রশ্ন। শর্ট কোয়েচন্স বিভাগে করতে হবে ২১ টি প্রশ্নের উত্তর। যেখানেও প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১ নম্বর। সঙ্গে গ বিভাগে থাকা প্রতি প্রশ্নের মান ২। যেখানে প্রশ্ন থাকবে ১৭টি। যার মধ্যে ১২টি করতে হবে। আর সবশেষে ঘ বিভাগে রচনাধর্মী প্রতি প্রশ্নের মান ৫। যেখানে থাকবে ৬ টি প্রশ্ন। করতে হবে ৫ টি প্রশ্ন।
প্রসঙ্গত, খ বিভাগে এক নম্বরের প্রশ্নে শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্বাচন, দু'দিকের স্তম্ভ মেলানো করতে হবে ৫ টি করে। প্রত্যেকটিতে থাকবে ৬ টি করে প্রশ্ন। আর এক শব্দে বা এক বাক্যে উত্তর দিতে হবে ৬ টি। যেখানে থাকবে ৮ টি প্রশ্ন। এবার দেখে নেওয়া যাক বিভিন্ন অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি-
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি
আলোর উৎসের দিকে ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি এককোশী শৈবালগুলি এগিয়ে যায়, এটি কোন চলনে নির্দেশ করে ?
ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলের চলন কোন চলনকে নির্দেশ করে ?
ফটোট্রপিক ও জিওট্রপিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখ।
কেমোন্যাস্টি ও সিসমোন্যাস্টি চলনের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উদ্ভিদবিদ্যায় হরমোনের তিনটি ব্যবহারিক প্রয়োগ লেখ।
পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে কোন কোন হরমোন যৌনজনন নিয়ন্ত্রণ ও যৌনাঙ্গের ওপর কার্যকর ?
মাতৃদুগ্ধ উৎপাদন ও ক্ষরণে কোন হরমোন কার্যকরী ?
দেহের সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত হরমোনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ কী ?
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস ও মধুমেহ ডায়াবেটিস মেলিটাসের দুটি পার্থক্য লেখ।
প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখ।
শরীরের ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা লেখ।
বয়সকালে হাঁটুর যন্ত্রণা বেশি হয় কেন?
চিত্র অঙ্কন- প্রতিবর্ত পথের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে ৪টি অংশ চিহ্নিত কর।
জীবনের প্রবহমানতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি
ক্রোমোজোমের গঠনে সাহায্যকারী হিস্টোন প্রোটিনগুলি কী কী ?
ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের সংজ্ঞা দাও।
কোশের ইন্টারফেজ দশায় কোশ কি প্রকৃত অর্থে বিশ্রাম পায় ?
উদাহরণ সহ যৌনজননের শ্রেণিবিন্যাস কর।
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি
মানুষের ক্ষেত্রে প্রকরণের দুটি উদাহরণ লেখ
বংশগতি সংক্রান্ত মোওলের প্রথম সূত্রটি কী ?
সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতা নয়, পিতাই গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর।
পার্থক্য লেখ- ক্লাসিক হিমোফিলিয়া ও ক্রিস্টমাস হিমোফিলিয়া
দুটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগের নাম লেখ।
স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধ মহিলার বিবাহে বর্ণান্ধপুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ ?
কোন ব্যক্তির পরিবারে জিনগত কোনও সমস্যা থাকলে কার কাছে পরামর্শ নেবে ?
অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি
কত বছর আগে পৃথিবী ও পৃথিবীতে জীবের উৎপত্তি হয় ?
পার্থক্য লেখ- কোমোজেনি ও বায়োজনি
সংজ্ঞা- মাইক্রোস্ফিয়ার
ল্যামার্কবাদের ও ডারউইনবাদের পক্ষে দুটি করে উদাহরণ লেখ।
মানুষের শরীরে অবস্থিত লুপ্তপ্রায় দুটি অঙ্গের নাম লেখ।
মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের বিবর্তনের সংক্ষিপ্ত বর্ণণা কর।
পায়রার বায়ুুস্থলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখ।
সুন্দরী গাছের শারীরবৃত্তীয় দুটি অভিযোজন লেখ।
পরিবেশ অংশে গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি
পার্থক্য লেখ- নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন
মিথোজীবী অনুজীবের নাম লেখ।
বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব সংক্ষেপে লেখ।
ক্যান্সারের দুটি কারণ লেখ। কারসিনোজনে কী ?
ভারতবর্ষের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় ?
মাথায় রেখো...
স্পষ্টভাবে উত্তর লেখো। প্রশ্নের ভাগ যেমন বেশি, তেমনই নম্বর পাওয়ার সুযোগও। তাই প্রশ্ন অনুযায়ী পরপর উত্তর উত্তরপত্রে লেখাই ভাল। কোনও প্রশ্নের উত্তর না জানলে সেই জায়গা ছেড়ে রেখে পরের উত্তর লেখা ভাল। এমসিকিউ (MCQ) অংশে নেই নেগেটিভ মার্কিং। তাই সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করাই ভাল। ছবির জন্য করতে হয় ৪টি পয়েন্ট। সেগুলো দিতে হবে ডানদিকে। সংজ্ঞাজাতীয় প্রশ্নের উত্তরে উদাহরণ না লিখলে পুরো মার্কস পাওয়া যাবে না। ২ নম্বরের প্রশ্নের জন্য অত্যন্ত ৩টি পয়েন্ট লেখাই শ্রেয়। বংশগতির চ্যাপ্টারে সমস্যাভিত্তিক প্রশ্নের সমাধানসূত্র দিলে তবেই মিলবে পুরো নম্বর।
( সাজেশনের গুরুত্বপূর্ণ অংশগুলি উল্লেখ করা হয়েছে এখানে, পুরো সাজেশন জানতে ভিডিও দেখুন-)
Education Loan Information:
Calculate Education Loan EMI