নয়াদিল্লি:  মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বর্তমান শিক্ষাবর্ষে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর (ওবিসি) –দের জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে দুর্বল অংশ (ইডব্লুএস)-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা জানাল। এমবিবিএস, এমডি, ডিপ্লোমা, বিডিএস ও এমডিএসের মতো কোর্সগুলির ক্ষেত্রে এই সংরক্ষণের কথা জানানো হয়েছে। 


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী  মনসুখ মান্ডবিয়া ট্যুইট করে জানিয়েছেন, এরফলে প্রায় ৫,৫৫০ জন পড়ুয়া উপকৃত হবেন। সরকার অনগ্রসর ও আর্থিকভাবে দুর্বল অংশের প্রাপ্য সংরক্ষণ দিতে সরকার দায়বদ্ধ। 


এর আগে সোমবার একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সামিনেশন (নিট)- এ ওবিসি ও আর্থিক দি়ক থেকে দুর্বল অংশের জন্য সংরক্ষণের বিষয়টির কার্যকরী সমাধানের বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। 


এই সিদ্ধান্তের ফলে এমবিবিএসে ওবিসি ১৫০০ ছাত্রছাত্রী ও স্নাতকোত্তরে ২৫০০ ওবিসি  ছাত্রছাত্রী এবং এমবিবিএসে ৫৫০ ইডব্লুএল ছাত্রছাত্রী ও স্নাতকোত্তরে ১০০০ ইডব্লুএস ছাত্রছাত্রী উপকৃত হবেন বলে মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।


সর্বভারতীয় কোটা  প্রকল্প ১৯৮৬-তে সুপ্রিম কোর্টের নির্দেশে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল যাতে কোনও রাজ্যের পড়ুয়া অন্য রাজ্যের ভালো মেডিক্যাল কলেজে পড়াশোনার ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেতে পারে। সর্বভারতীয় কোটাতে মোট আন্ডার গ্র্যাজুয়েট আসনের ১৫ শতাংশ ও সরকারি মেডিক্যাল কলেজগুলিতে মোট আসনের ৫০ শতাংশ রয়েছে।


শুরুতে ২০০৭ পর্যন্ত এআইকিউ-তে কোনও সংরক্ষণ ছিল না। ২০০৭-এ  এআইকিউ প্রকল্পে তফশিলি জাতিদের জন্য ১৫ শতাংশ ও তফশিলি উপজাতিদের জন্য ৭.৫ শতাংশ সংরক্ষণ শুরু হয়। ২০০৭-এ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে (প্রবেশিকায় সংরক্ষণ) চালু হওয়ার পর ওবিসি-ভূক্তদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছিল।


এরইমধ্যে কেন্দ্র মেডিক্যালে  এসআইকিউ প্রকল্পে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ২৭ শতাংশ ও ইডব্লুএস-দের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।  দেশজুড়ে ওবিসি ছাত্রছাত্রীরা এখন থেকে যে কোনও রাজ্যে আসনের জন্য প্রতিযোগিতা করার ক্ষেত্রে এসআইকিউ প্রকল্পে এই সংরক্ষণের সুবিধা পাবেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI