Yoga Foundation Course in Yoga Science: যোগ নিয়ে পড়াশোনা করে নিজের জীবন জীবিকা গড়তে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা নভেম্বরে তাদের যোগ বিজ্ঞানের ফাউন্ডেশন কোর্সের জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। এই প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইন উভয় মোডে এক মাস (৫০ ঘণ্টা) ক্লাস দেবে। প্রার্থীরা যেকোনও টাকা জমার পদ্ধতি ব্যবহার করে অনলাইনে ফি জমা দিতে পারেন। যোগ বিজ্ঞানের ফাউন্ডেশন কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে আপনাকে এই কাজ করতে হবে। 


Yoga Foundation Course: এই উপায়ে ফি জমা দিতে পারেন 
প্রার্থীদের নিজেদের প্রামাণ্য রেকর্ডের জন্য অর্থ জমা দেওয়ার একটি স্ক্রিনশট/ফটো/ক্লিক করে রাখতে হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী এই স্ক্রিনশট আপনার শ্রেণি শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে হবে। তারপরে প্রার্থীরা প্রদত্ত টাকা লেনদেনের আইডি, তার তারিখ ও ব্যাঙ্কের নামের বিশদ বিবরণ সহ অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। আবেদনকারীদের মনে রাখতে হবে, অর্থ জমার বিবরণ ছাড়া ভর্তি বাতিল বা প্রত্যাখ্যান হিসাবে গণ্য করা হবে। আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথি/ প্রার্থীর নিজের ছবিও আপলোড করতে হবে।


Admission News: বিশদে জানতে এখানে যোগাযোগ করুন
মোরারজি দেশাই ইনস্টিটিউট ফাউন্ডেশন কোর্সে প্রার্থীরা সকাল বা সন্ধ্যা ব্যাচের জন্য আবেদন করতে পারবেন। ব্যাচগুলি অনলাইন ও অফলাইন উভয় মোডে কারা যেতে পারে। কোর্স মোড, ব্যাচের সময়, আবেদনের লিঙ্ক ও সাধারণ নির্দেশিকা সম্পর্কিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট yogamdniy.nic.in-এ পাবেন আবেদনকারীরা। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র পূরণ করার আগে সব নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।


Yoga Foundation Course:
ভারতের সব মেডিক্যাল কলেজে যোগ প্রশিক্ষণ কর্মসূচিতে অভিন্নতা বজায় রাখার জন্য আয়ুষ মন্ত্রকের অধীনে মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট একটি সাধারণ যোগ প্রোটোকল তৈরি করেছে। এছাড়াও সব রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলিকে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের এমবিবিএস শিক্ষার্থীদের বর্তমান ব্যাচ থেকে ইউজি কোর্সের জন্য যোগ প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ২১ জুন বিশ্ব যোগ দিবস। তাই নিয়ে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় ভারতের এই আদি জীবনযাপনের পদ্ধতি। মোদি সরকার ইতিমধ্য়েই যোগ নিয়ে চাকরির জন্য উদ্যোগ নিয়েছে। অনেক প্রতিষ্ঠানেই ফের যোগচর্চার জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছে।


আরও পড়ুন : India Post: পোস্ট অফিসে ২৯৯ টাকা দিলে পাবেন ১০ লক্ষের সুবিধা, রয়েছে এই শর্ত


Education Loan Information:

Calculate Education Loan EMI