NABARD Recruitment: নাবার্ডে হতে চলেছে নিয়োগ, কোন পদে চাকরির সুযোয, শূন্যপদ কত

Jobs And Recruitment: নাবার্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আর আবেদন জমা দেওয়া যাবে ১৫ অগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। 

Continues below advertisement

NABARD Recruitment: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডে (NABARD) হতে চলেছে নিয়োগ। অ্যাসিসট্যান্ট ম্যানেজারের (Assistant Manager) পদে চাকরির সুযোগ রয়েছে নাবার্ডে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নাবার্ডের অফিশিয়াল ওয়েবসাইট nabard.org এখানে গিয়ে। নাবার্ডের এই নিয়োগের মাধ্যমে ১০২টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আর আবেদন জমা দেওয়া যাবে ১৫ অগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। 

Continues below advertisement

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (আরডিবিএস)- ১০০টি শূন্যপদ 
  • এএম (রাজভাষা)- ২টি শূন্যপদ 

আবেদনকারীদের বয়সসীমা 

যাঁরা নাবার্ডের এই চাকরির জন্য আবেদন করবেন তাঁদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ১ জুলাই, ২০২৪ অনুসারে বয়সসীমা নির্ধারণ করা হবে। আবেদনকারীদের জন্ম ১৯৯৪ সালের ২ জুলাইয়ের আগে হলে চলবে না। আবার ২০০৩ সালের পয়লা জুলাইয়ের পরে হলে চলবে না। 

কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে, দেখে নিন 

মোট চারটি পর্যায়ে হবে নির্বাচন প্রক্রিয়া। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ- এই চারটি পর্বে হবে সিলেকশন প্রসেস বা আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রক্রিয়া। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ২০০টি প্রশ্ন। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে এটি। ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টার পরীক্ষা হবে। মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। এক্ষেত্রে সময় ২১০ মিনিট। সাইকোমেট্রিক টেস্ট হবে এমসিকিউ ভিত্তিক। এই পরীক্ষার মোট সময় ৯০ মিনিট। আর ইন্টারভিউ হবে ৫০ নম্বরের। 

প্রার্থীরা নাবার্ডের ওয়েবসাইট থেকে অনলাইন পরীক্ষার জন্য (ফেজ ১, ফেজ ২ এবং ফেজ ৩) কল লেটার ডাউনলোড করা যাবে। আবেদনকারীদের এসএমএস কিংবা ইমেলের মাধ্যমে কল লেটার ডাউনলোড করার সময় জানানো হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ১৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের দিতে হবে ৭০০ টাকা এবং সঙ্গে আরও ১৫০ টাকা যা ইন্টিমেশন চার্জ। অর্থাৎ মোট ৮৫০ টাকা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফি নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। অনলাইন মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। যে ব্যাঙ্ক চার্জ লাগবে সেই অতিরিক্ত টাকাও আবেদনকারীদের দিতে হবে। 

আরও পড়ুন- ভারতীয় রেলে চাকরির সুযোগ, ২০০০- এর বেশি শূন্যপদ, কোন পদে নিয়োগ হবে? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola