Nadia District Recruitment: রাজ্যে নদিয়া জেলা গ্রামীণ গ্রন্থাগারে লাইব্রেরিান পদে হচ্ছে নিয়োগ। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর, নদিয়ায় ৩৭টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামীণ লাইব্রেরি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর, নদিয়ার যোগ্যতার মানদণ্ড ও কীভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে তথ্য নীচে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে দেখে নিন।
Rural Library Recruitment 2023: নদিয়া জেলা গ্রামীণ গ্রন্থাগার নিয়োগ ২০২৩-এর সংক্ষিপ্ত বিবরণ
নিয়োগ বোর্ড: জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টরের অফিস, নদিয়া
অফিসিয়াল ওয়েবসাইট: https://nadia.gov.in/
পদের নাম: লাইব্রেরিয়ান
শূন্যপদ: ৩৭
শেষ তারিখ: ১৫-০৬-২০২৩
শিক্ষাগত যোগ্যতা ও বয়সের বিবরণ নদিয়া জেলা গ্রামীণ গ্রন্থাগারে নিয়োগ ২০২৩
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত চাকরি সম্পর্কে আরও জানতে বিজ্ঞপ্তি দেখে নিন।
বয়স সীমা:- এই পদে আবেদনের ক্ষেত্রে 01.01.2023 তারিখে প্রার্থীদের বয়স 18 বছরের কম হতে হবে। তবে প্রার্থীদের বয়স 40 বছরের বেশি হলে আবদেন করা যাবে না। বিস্তারিত নিয়োগ সম্পর্কে আরও জানতে বিজ্ঞপ্তি পড়ুন।
বেতন ও নির্বাচন পদ্ধতির বিশদ বিবরণ
বেতন:- লেভেল-6, সেল-1 (পে ম্যাট্রিক্সে 22,700-58,500/-) WB ROPA 2019 অনুযায়ী + গ্রহণযোগ্য ভাতা। বিস্তারিত সম্পর্কে আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
নির্বাচন পদ্ধতি:- লিখিত পরীক্ষা 50 নম্বরের (পাটিগণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, ইত্যাদির প্রশ্ন 8″ স্ট্যান্ডার্ড অনুসারে হবে।
গুরুত্বপূর্ণ তারিখগুলি:-
শুরুর তারিখ:- 31-05-2023
শেষ তারিখ:- 15-06-2023
Librarian Jobs In Bengal: পুরুলিয়ায় গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। জেনে নিন, কত বেতন, কারা করতে পারবেন এই পদে আবেদন।
Purulia Jobs: কত বেতন হবে নিযুক্তদের
পুরুলিয়ার লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্তদের। লেভেল ৬ পে অনুযায়ী হবে এই বেতন। এ ছাড়াও পশ্চিমবঙ্গের রোপা নিয়ম মনে সব ধরনের সুবিধা পাবেন নিযুক্তরা। সব মিলিয়ে পুরুলিয়ায় লাইব্রেরিয়ান পদে ৩০ জনকে নেওয়া হবে।
Librarian Jobs In Bengal: কারা করতে পারবেন আবেদন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর। মনে রাখবেন বাংলা জানতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে আরও বিশদে জানতে সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন। তা হলে কোনও ধন্দ থাকবে না।
আরও পড়ুন: Purulia Jobs: ভাল বেতনের চাকরি, পুরুলিয়ায় গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Education Loan Information:
Calculate Education Loan EMI