NABARD Recruitment 2021: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল ও রুরাল ডেভেলপমেন্ট (NABARD)চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। স্পেশ্যালিস্ট কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে আবেদন করতে হবে।


NABARD Recruitment 2021: SPECIALIST CONSULTANTS
সব মিলিয়ে ৬টি পদে স্পেশ্যালিস্ট কনসালট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কের সদর দফতর মুম্বইতে হবে এই নিয়োগ। জেনে নিন কোন কোন পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।


– Chief Technology Officer: 01
– Chief Risk Manager: 01
– Data Designer: 01
– Lead BI Designer: 01
– ETL Designer: 01
– Specialist Officer (Legal): 01


NABARD Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী আবেদনের জন্য Graduate/ Engineering Degree/ B.Tech/ MCA ডিগ্রিধারীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


Jobs In NABARD: বয়স সীমা 
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ছাড়ের বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটেই জানতে পারবেন।


Jobs In NABARD: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউয়ের দিন, সময় ও জায়গার বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইট https://www.nabard.org-এ জানিয়ে দেওয়া হবে। ২ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ব্যাঙ্কের অফিশিয়াল সাইটে পাঠাতে হবে আবেদনপত্র।


আবেদন জন্য কত টাকা: চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা আবেদনের ফি হিসাবে দিতে হবে। সংরক্ষিত বিভাগের জন্য এই ফি 50 টাকা। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় ফি দেওয়া যেতে পারে। আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।


Official website of National Bank for Agriculture and Rural Development (NABARD) — https://www.nabard.org


আরও পড়ুন: Kolkata NIH Recruitment: কলকাতায় হোমিওপ্যাথি ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে করবেন যোগাযোগ ?


আরও পড়ুন: WBPDCL Recruitment 2021: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI