NHAI Recruitment: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) অধীনে একটি সহকারী সংস্থা ন্যাশনাল হাইওয়েজ ইনভিট প্রজেক্ট ম্যানেজারস লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ। কর্মী নেওয়া হবে এই সংস্থায়। চুক্তির ভিত্তিতে হেড কমার্শিয়াল অ্যান্ড কনট্র্যাক্টস পদে নিয়োগ করা হবে। বি.ই বা বি.টেক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে এই চাকরি কোনও ফ্রেশারদের জন্য নয়, ২০ বছরের অভিজ্ঞতা লাগবে এই পদে কাজের জন্য।


শূন্যপদ


NHIPMPL সংস্থার অধীনে ১টি মাত্র শূন্যপদে কর্মী নিয়োগ হবে। কমার্শিয়াল অ্যান্ড কনট্রাক্টস- হেড পদে হবে এই নিয়োগ। নির্দিষ্ট কাজের মেয়াদের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে NHAI সংস্থায়। একের বেশি শূন্যপদ নেই, আর এই চুক্তির মেয়াদ বাড়ানও হবে না।


কাজের মেয়াদ


এই পদে নির্বাচিত প্রার্থীরা উক্ত সংস্থার অধীনে ন্যূনতম ১ বছরের মেয়াদ চুক্তিতে কাজ করতে পারবেন। তবে জানা গিয়েছে সংস্থার তরফে এই কাজের মেয়াদ এক বছর পেরোলে প্রার্থীর কাজের দক্ষতার উপরে নির্ভর করে বাড়ানো হতে পারে। তবে এক্ষেত্রে সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


যোগ্যতা ও অভিজ্ঞতা


হেড কমার্শিয়াল অ্যান্ড কনট্রাক্টস পদে কাজের আবেদনের (NHAI Recruitment) জন্য প্রার্থীকে বি.ই বা বি.টেক পাশ করে থাকতে হবে এবং তা অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তবে যে সমস্ত প্রার্থী আইন নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা অগ্রাধিকার পাবেন বলেই জানা গিয়েছে।


কাজের জায়গা


NHAI সংস্থায় কাজের জন্য নির্বাচিত হলে দিল্লির অফিসে কাজে পাঠানো হবে নির্বাচিত প্রার্থীকে।


বয়সসীমা


এই কাজের জন্য আবেদনের (NHAI Recruitment) ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা প্রার্থীদের ক্ষেত্রে রাখা হয়েছে ৪৫ বছর। সুপার-আনুয়েটেড সরকারি কর্মীদের ক্ষেত্রে এই বয়সসীমা ৫৫ বছর।


বেতন


NHAI সংস্থায় কাজের জন্য নির্বাচিত প্রার্থী মাসিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা বেতন পাবেন।


কীভাবে প্রার্থী নির্বাচন হবে


এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীকে। কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ।


কীভাবে আবেদন


আগ্রহী প্রার্থীরা নিজেদের আবেদনপত্র, সমস্ত নথি সহ নির্দিষ্ট ইমেলে পাঠিয়ে দেবেন আগামী ২৯ এপ্রিলের মধ্যে। সন্ধ্যা ৬টার মধ্যেই পাঠাতে হবে এই ইমেল।


আরও পড়ুন: WBJEE : রাজ্য জয়েন্ট এন্ট্রাসের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে অ্যাডমিট, কীভাবে ডাউনলোড করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI