NCERT Books: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এনসিআরটির পাঠ্যবইয়ের দাম বেশ কিছু শ্রেণির জন্য আগামী বছর থেকে অনেকটাই কমে যাবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন (NCERT) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কাউন্সিলের পক্ষ থেকে এখন মোট ৫ কোটি পাঠ্যবই ছাপানো হয় এক বছরে, আগামী বছর থেকে এই কাউন্সিলের পক্ষ থেকে ১৫ কোটি বই ছাপানো হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। একইসঙ্গে তিনি (NCERT Books) আরও জানিয়েছেন, এখনকার বইয়ের বদলে আগামী ২০২৬ সালে আসবে সম্পূর্ণ নতুন বই, বদলে যাবে বইয়ের চেহারা। সিলেবাস কি বদলাবে ?


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ২০২৬ সালের মধ্যেই হাতে পেয়ে যাবে নতুন পাঠ্যবই, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ নতুন পাঠ্যক্রমের উপর এই নতুন বই দেওয়া হবে পড়ুয়াদের। অর্থাৎ দুই বছর পর থেকেই সিলেবাস বদলাবে এনসিআরটি। সংবাদমাধ্যমকে ধর্মেন্দ্র প্রধান বলেন, "আগামী শিক্ষাবর্ষ থেকে এনসিআরটি ১৫ কোটি গুণমানসম্পন্ন সাশ্রয়ী পাঠ্যবই ছাপাবে, এখন এই কাউন্সিলের পক্ষ থেকে ৫ কোটি পাঠ্যবই ছাপানো হয়। এর আগে পাঠ্যবইয়ের চাহিদা ও যোগান সংক্রান্ত একটি চিন্তা থেকেই যেত প্রতি বছর যা আগামী শিক্ষাবর্ষ থেকে সমাধান করা হবে।


তিনি আরও বলেন যেহেতু প্রচুর সংখ্যায় বই ছাপানো হতে চলেছে, ফলে কিছু কিছু শ্রেণির বইয়ের দাম অনেকটাই কমে যাবে। যদিও অভিভাবকদের উপর যাতে কোনোভাবেই আর্থিক চাপ না আসে, সেই কারণে এই বইগুলির দামও বাড়ানো হবে না আগামীদিনে। মূলত ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক মেনে পাঠ্যবইয়ের হাল-হকিকত বদলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এইভাবে নতুন পাঠ্যক্রমে নতুন পাঠ্যবই প্রস্তুত হয়ে যাবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃত করার অভিযোগে বিদ্ধ হয়েছিল NCERT। ভারতীয় সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার সমীকরণই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। হরপ্পা সভ্যতার নাম পাল্টে 'সিন্ধু-সরস্বতী সভ্যতা' করা হয়েছে পাঠ্যবইয়ে। অযোধ্যা বিবাদ নিয়ে যে অধ্যায় ছিল আগে, চারপাতার সেই অধ্যায়কে কেটেছেঁটে দু'পাতায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি, বাবরি মসজিদের নামই উল্লেখ করা হয়নি কোথাও। আগাগোড়া বাবরি মসজিদের পরিবর্তে 'তিন গম্বুজ সম্বলিত নির্মাণ' লেখা হয়েছে। এই পাঠ্যক্রমের বদল নিয়ে জোর তর্জা চলে সারা দেশে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Recruitment News: কলকাতা মেট্রোতে নিয়োগ হবে, এই মাসেই শুরু আবেদন- কত শূন্যপদ ? কী যোগ্যতা লাগবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI