NEET PG 2024 Date Announced: অবশেষে ঘোষণা করা হল NEET PG এন্ট্রান্স পরীক্ষার তারিখ। আগামী ১১ অগাস্ট (NEET PG 2024 Date Announced) এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষা আগের মতোই এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেবে (NEET PG 2024 Date)। তবে এবারের পরীক্ষার জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।


১১ অগাস্ট কখন পরীক্ষা ?


নিট পিজির এই পরীক্ষা দুই শিফটে হবে বলে জানিয়েছে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। ওই নোটিসে বলা হয়েছে, ১১ অগাস্টের চারদিনের মাথায় কাট অফ ঘোষণা করা হবে। অর্থাৎ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন কাট অফ ঘোষণা করা হবে। অতিরিক্ত তথ্য জানার natboard.edu.in সাইটে যেতে হবে। সেখানেই দুই শিফটের বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনবিইএমএস। এছাড়াও, পরীক্ষার্থীদের কোনও প্রশ্ন থাকলে ওই পোর্টালের কমিউনিকেশন অপশনে গিয়ে সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে।


 ফেক নোটিস নিয়ে সতর্কতা কেন্দ্রের 


ইতিমধ্যে নিট পিজি (NEET PG Fake Notice) পরীক্ষা জুলাই মাসে হতে পারে দাবি করে বিভিন্ন ফেক নোটিস ছড়ানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইমেল ও এসএমএস-র মাধ্যমে এই নোটিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। গতকালই এই নিয়ে বিশেষ নোটিস জারি করে কেন্দ্র। তাতে বলা হয়েছে, এমন নোটিসে বিশ্বাস না করতে। পরীক্ষার তারিখ সংক্রান্ত যেকোনও আপডেট পেতে মেডিকেল পরীক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শও দেওয়া হয়।


বিশেষ সুরক্ষা ব্যবস্থা পরীক্ষার দিন


১১ অগাস্ট পরীক্ষার দিন বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অন্যদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (NEET Scam Row) রুখতেও এবার থাকছে অভিনব ব্যবস্থা। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ২ ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। তার পর তা সরাসরি চলে যাবে পরীক্ষার্থীদের কাছে। কোনওরকম দুর্নীতি (NEET Scam) সম্ভাবনা রুখতেই এই ব্যবস্থা।


ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - NEET PG 2024: ফের সক্রিয় NEET দুর্নীতির চক্র ? সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এই ভুয়ো নোটিস, সতর্ক করল কেন্দ্র


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI