NEET PG 2024: এপ্রিলের শেষেই শুরু হতে পারে নিট পিজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের তরফে এই রেজিস্ট্রেশন ফর্ম রিলিজ করা হবে। একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ভোটের আবহের মধ্যে তা এপ্রিলের শেষদিকে করা হতে পারে বলে খবর। যদিও এখনও এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করেনি ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন। তাই আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় আপডেটের জন্য নিয়মিত চোখ রাখতে হবে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে।


পরীক্ষার দুই মাস আগে শুরু হয় রেজিস্ট্রেশন 


গত কয়েক বছরের রীতি অনুযায়ী, পরীক্ষার দুই মাস আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়। সেই হিসেবেই জুনে পরীক্ষা হলে এপ্রিলের শেষদিকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে আরও বেশ কিছু বিকল্প দেওয়া থাকবে। এই বিকল্পগুলির মধ্যে নিট পিজি ২০২৪ সালের রেজিস্ট্রেশনের তারিখ, ফর্ম সংশোধনের তারিখ, চূড়ান্ত সংশোধনের তারিখ, পরীক্ষার তারিখ ও আরও বেশ কিছু যাবতীয় নির্দেশ দেওয়া থাকবে।


আবেদনের জন্য প্রাথমিক যোগ্যতা কী ?


নিট পিজি ২০২৪-এ আবেদন করতে হলে এমবিবিএস ডিগ্রি পাশ করতে হবে পরীক্ষার্থীকে। অথবা প্রভিশিনাল পাস সার্টিফিকেট থাকলেও এই পরীক্ষায় বসতে পারবে আগ্রহী পরীক্ষার্থী। সার্টিফিকেট অর্জন করতে হবে ভারতের মেডিক্যাল কাউন্সিলের অনুমোদিত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অথবা স্টেট মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি বা পাস সার্টিফিকেট থাকলেও আবেদন করা যায় এই পরীক্ষার জন্য। 


আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ও প্রক্রিয়া 



  • নিট পিজি ২০২৪-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।

  • হোম পেজের লিঙ্কে ক্লিক করতে হবে।

  • নিউ লগইন করতে হবে। 

  • এর পর আবেদন ফর্ম পূরণ করতে হবে।

  • প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে।

  • সাবমিট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ।

  • এর পর একটি প্রিন্ট আউট নিতে হবে রেজিস্ট্রেশন ফর্মের।

  • আবেদনের সময় বাবা, মায়ের নাম, স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র, সচিত্র পরিচয়পত্র লাগবে।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI