NEET PG Counselling: NEET PG-র প্রত্যাশীদের জন্য সুখবর। অবশেষে শুরু হচ্ছে NEET PG-র ভর্তির কাউন্সেলিং সেশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন কবে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং ?


সম্প্রতি NEET PG মেডিক্যালে ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছিল মামলা। শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত। যেখানে ২০২১-২২ সালে NEET PG মেডিক্যালের ছাত্র ভর্তিতে ২৭ ওবিসি সংরক্ষণকে বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এরপরই ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।


NEET PG Counselling: কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি NEET PG মেডিক্যাল কাউন্সেলিং শুরু হতে চলেছে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ঝুলে থাকার পর চিন্তামুক্ত হয়েছে ডাক্তাররা। এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য অপেক্ষা করেছিলেন অনেক প্রার্থীরাই। গত বুধবার থেকেই সুপ্রিম কোর্ট শুরু হয়েছিল এই মামলার শুনি। শুক্রবার মামলা প্রসঙ্গে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও এএস বোপান্নার বেঞ্চ বলে, অবিলম্বে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে।


Supreme Court On NEET PG: আসলে NEET PG মেডিক্যাল নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। যেখানে সমাজে আর্থিকভাবে দুর্বল শ্রেণির Economically weaker section (EWS) বার্ষিক আয়ের মাণদণ্ড ৮ লক্ষ টাকা করা নিয়ে মামলা চলে। যা নিয়ে অন্তর্বর্তী রায় দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। যেখানে বিচারপতিরা বলেন, অবিলম্বে NEET PG মেডিক্যালের কাউন্সেলিং শুরু করা উচিত।


Supreme Court Order: দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় "NEET-PG 2021 ও NEET- UG ২৯ জুলাই ২০২১ সালের নোটিশের ভিত্তিতে কাউন্সেলিং হবে। যেখানে নোটিশ মেনে OBC (অন্যান্য অনগ্রসর শ্রেণির)  জন্য ২৭ শতাংশ ছাড়াও AIQ (সর্বভারতীয় কোটা) আসনগুলিতে EWS বিভাগের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নিয়ম জারি থাকবে"। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্টে এই কথা উল্লেখ করা হয়েছে৷ 


NEET PG Counselling : প্রতি বছর প্রায় ৪৫,০০০ প্রার্থীকে NEET-PG-র মাধ্যমে স্নাতকোত্তর (PG) ডাক্তার হিসাবে নির্বাচিত করা হয়। কাউন্সেলিংয়ে দেরির কারণে কোনও জুনিয়র ডাক্তারকে ২০২১ সালে অন্তর্ভুক্ত করা হয়নি।দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পিজি ডাক্তাররা রোগীদের চিকিৎসা করেছেন। যার ফলে ডাক্তারদের কোভিডকালে বাড়তি কাজের চাপের সম্মুখীন হতে হয়েছে। সরকারের কাছে এমনই দাবি করেছে, Federation of Resident Doctors' Association (FORDA)। সম্প্রতি এই নিয়ে আন্দোলন শুরু করে ডাক্তাররা। ৩১ ডিসেম্বরে সরকার দ্রুত NEET PG Counselling-এর আশ্বাস দেওয়ায় তুলে নেওয়া হয় সেই কর্মবিরতি।


      


Education Loan Information:

Calculate Education Loan EMI