NEET UG: আজ শনিবার ২০ জুলাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করল নিট ইউজি ২০২৪-এর ফলাফল। সুপ্রিম নির্দেশ মেনেই এনটিএর ওয়েবসাইটে (NEET UG Results) এই ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীরা https://neet.ntaonline.in/frontend/web/common-scorecard/index এই ওয়েবসাইট থেকে সহজেই এই ফলাফল দেখে নিতে পারবেন।


সুপ্রিম কোর্ট এর আগে জানিয়েছিল, সমস্ত অভিযোগকারীরা নিট ইউজি ২০২৪ পরীক্ষার ফলাফল যদি এনটিএ-র ওয়েবসাইটে প্রকাশ পায় তাহলে তা উপযুক্ত হবে। এর ফলে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা স্বচ্ছ্বভাবে দেখা যাবে। আর এই দাবি মেনে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিল যাতে সমস্ত পরীক্ষার্থীর নম্বরের উল্লেখ থাকলেও সেখানে তাঁর পরিচিতি কোনওভাবে প্রকাশ না পায়। প্রতিটি শহর এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে ভিত্তি করে আলাদা আলাদাভাবে এই ফলাফল প্রকাশ করতে হবে।


৫ মে দেশের মোট ৫৭১টি শহরে ৪৭৫০টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হয়েছিল। এছাড়া দেশের বাইরেও ১৪টি শহরে আয়োজিত হয়েছিল নিট ২০২৪। ২৪ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন।


শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যাতে ফলাফল প্রকাশের সময় পরীক্ষার্থীদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হয়। এই ফলাফলের মাধ্যমে সুপ্রিম কোর্ট নিশ্চিত হতে চায় যাতে যে সমস্ত পরীক্ষাকেন্দ্র থেকে সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে, সেখানের তুলনায় অন্যত্র পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা বেশি নম্বর পেয়েছে কিনা।


তবে সুপ্রিম আদালতে এখনও নিট বিতর্কের বিচার সমাপ্ত হয়নি। আগামী ২২ জুলাই এই ফের একবার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে এই শুনানি করা হবে। পরীক্ষা নিয়ে অসঙ্গতি এবং পরীক্ষার পবিত্রতা নষ্ট করা বিষয়ে খতিয়ে সম্পূর্ণ তদন্ত করবে আদালত।


মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ।  কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। NTA-এর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন NTA-এর ডিজি সুবোধকুমার সিংহ। ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET UG-তে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। প্রশ্ন ফাঁসের মামলায় এর আগে পাটনার AIIMS-এর ৩ ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিয়েছে সিবিআই। অভিযোগ উঠেছে যে এই তিনজনকে দিয়েই পরীক্ষা মাফিয়ারা নাকি প্রশ্নপত্র লিখিয়ে নিয়েছিল। 


আরও পড়ুন: UPSC News: ইস্তফা দিলেন UPSC চেয়ারম্যান মনোজ সোনি, চাকরি শেষের আগেই পদত্যাগ!


Education Loan Information:

Calculate Education Loan EMI