নয়া দিল্লি: আচমকাই পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) চেয়ারপার্সন মনোজ সোনি (Manoj Soni)। এখনও ৫ বছর চাকরির সময়সীমা রয়েছে। তবে সময়সীমা শেষের আগেই ইস্তফা দিলেন ইউপিএসসি চেয়ারপার্সন। তবে ঠিক কী কারণে পদত্যাগ করলেন তিনি, এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, কিছু 'ব্যক্তিগত কারণে' এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র গৃহীত হয়নি বলেই জানান হয়েছে Department of Personnel and Training-এর সূত্রের তরফে।

  


২০১৭ সালে UPSC-এর সদস্য হিসাবে কাজ শুরু করেছিলেন মনোজ সোনি। ১৬ মে, ২০২৩-এ চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সূত্রের মতে, তিনি প্রায় এক মাস আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে পদত্যাগপত্র গৃহীত হবে কি না এবং কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন তা এখনও স্পষ্ট নয়।






আরও পড়ুন, মেট্রোয় তুমুল ঝগড়া, অশান্তি থামাতে গিয়ে চড় খেয়ে গেলেন ব্যক্তি!


সম্প্রতি একাধিক বিতর্ক উঠে এসেছে ইউপিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে। যদিও সূত্রের তরফে সাফ জানান হয়েছে, মনোজ সোনির পদত্যাগের সিদ্ধান্ত এমন কোনও ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। উল্লেখ্য, প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকরের  বিরুদ্ধে অভিযোগের পরে ইউপিএসসি সংবাদ শিরোনামে রয়েছে। যিনি সিভিল সার্ভিসে প্রবেশের জন্য পরিচয়পত্র জাল করেছিলেন বলে অভিযোগ। 


দ্য হিন্দু প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, মনোজ সোনি গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি মিশনে নিজেকে নিয়োজিত করতে চাইছেন। ২০২০-তেই তিনি দীক্ষা নিয়েছিলেন। সেই সময়ই তিনি ওই মিশনের একজন সন্ন্যাসী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে মমোজ সোনির, এমনটাই সূত্র মারফত জানা যায়। 


এর আগে ২০০৫ বদোদরায় এমএস ইউনিভার্সিটির সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন। জুন ২০১৭ সালে UPSC-তে যোগদানের আগে, তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 


Education Loan Information:

Calculate Education Loan EMI