NEET UG 2025 Result: দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রকাশ করেছে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) ইউজি ২০২৫- এর ফলাফল। NEET UG 2025- এর পরীক্ষা হয়েছিল এবছর ৪ মে। চলতি বছরের মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট অর্থাৎ মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন মোট ২২০৬০৬৯ জন। এই পরীক্ষা হয়েছে ভারতের ৫৫২টি শহরের ৫৪৭৬টি সেন্টারে এবং আন্তর্জাতিক স্তরে অর্থাৎ বিদেশের ১৪টি জায়গায়। সেই তালিকায় ছিল দুবাই, দোহা, সিঙ্গাপুর এবং কাঠমাণ্ডু। মহিলা পরীক্ষার্থীদের সংখ্যাও আগের থেকে বেড়েছে এবছর। চলতি বছর ১৩.১ লক্ষ মহিলা প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। আর পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯.৬৫ লক্ষ। 

NEET UG 2025 পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। তার অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ (AIR 1) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৯৫৪৭.  অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লি (এনসিটি)- র অভিকা আগরওয়াল। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ (AIR 5) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৬৮৩২.  NEET UG 2025 পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রাজস্থান, দিল্লি, গুজরাত, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের প্রার্থীরা। মূলত জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আধিপত্য দেখা গিয়েছে NEET UG 2025 পরীক্ষার প্রথম দশজনের তালিকায়। অল ইন্ডিয়া র‍্যাঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের কৃষাঙ্গ যোশী। 

NEET UG 2025 পরীক্ষার রেজাল্টে প্রথম ১০ জন প্রার্থীর মধ্যে দিল্লির ৩ জন, মহারাষ্ট্রের ২ জন, গুজরাতের ২ জন, রাজস্থানের ১ জন, মধ্যপ্রদেশের ১ জন এবং পঞ্জাবের ১ জন প্রার্থী রয়েছেন। সম্ভবত প্রথমে ১০- এর মধ্যে একজনই মেয়ে প্রার্থী রয়েছেন, তিনি হলেন দিল্লির অভিকা আগরওয়াল, যিনি মেয়ের মধ্যে প্রথম হয়েছেন এবং তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫. AIR 4 এবং AIR 9 - এই দুই র‍্যাঙ্কের পরীক্ষার্থীও দিল্লির (এনসিটি)। AIR 4 র‍্যাঙ্ক পেয়েছেন মৃণাল কিশোর ঝা এবং AIR 9 র‍্যাঙ্ক পেয়েছেন হর্ষ কেদাওয়াত। 

NEET UG 2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাহায্যে প্রার্থীরা ভর্তি হতে পারবেন এমবিবিএস, বিডিএস, বিএসসি (অনার্স) নার্সিং এবং ভেটেনারি কোর্সে। এছাড়াও AYUSH প্রোগ্রামের অন্তর্গত (BAMS, BUMS, BSMS, BHMS)- এইসব কোর্সেও ভর্তি হওয়া যাবে NEET UG 2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাহায্যেই। এবছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২২৭৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন ২২০৯৩১৮ জন। এর মধ্যে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২৩৬৫৩১ জন। তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫১৪০৬৩ জন, মহিলা পরীক্ষার্থী ৭২২৪৬২ জন এবং ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI