নয়াদিল্লি: একাধিক শূন্যপদে নিয়োগ করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA Recruitment 2023)। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে এই নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১১৯। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা https://nia.gov.in/. ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।


শূন্যপদের সংখ্যা: গত ২২ ডিসেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করার ৬০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। ৪৩ জন ইন্সপেক্টর, ৫১ জন সাব ইন্সপেক্টর, ১৩ জন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ১২ জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে।


কীভাবে আবেদন করবেন?



  • প্রথমে NIA –এর অফিসিয়াল ওয়েবসাইট https://nia.gov.in/ যেতে হবে।

  • ফোন নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রার করতে হবে।

  • রেজিস্ট্রার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

  • ফর্মে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তা দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

  • সমস্ত নথি আপলোড করা বাধ্যতামূলক।

  • জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।

  • এরপর জমা দিতে হবে ফর্ম।


শিক্ষাগত যোগ্যতা



  • ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ন্যূনতম ২ বছর ফৌজদারি মামলা সংক্রান্ত, তদন্ত সংক্রান্ত, গোয়েন্দা বিভাগে কাজ, অপারেশন, তথ্য প্রযুক্তির বিষয়ে কাজ, বা সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণের মতো অভিজ্ঞতা থাকতে হবে।

  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ফৌজদারি মামলা বা গোয়েন্দা কাজের বিভাগে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • হেড কনস্টেবলের ক্ষেত্রে: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বাদশ পাস করতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য পুলিশ, সরকারি গোয়েন্দা সংস্থা বা কোনও তদন্তকারী সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।  


আয়কর বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি: এদিকে আয়কর বিভাগ, মুম্বইয়ে (Income Tax Mumbai) হবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। জানা গিয়েছে, ইন্সপেক্টর, মাল্টি টাস্কিং স্টাফ- সহ একাধিক পদে নিয়োগ হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন ইনকাম ট্যাক্স মুম্বই অর্থাৎ মুম্বইয়ের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট incometaxmumbai.gov.in- এখানে গিয়ে। আগামী ১৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে। মোট ২৯১টি শূন্যপদ রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WBJEE 2024 Registrations: আজ থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন


Education Loan Information:

Calculate Education Loan EMI