নয়াদিল্লি: প্রচুর পদে নিয়োগ করছে New India Assurance Company Limited (NIACL)। ৩০০ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করবে কোম্পানি। ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা।


NIACL AO Recruitment 2021
দেশের পাবলিক সেক্টর জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরির জন্য অফিশিয়াল ওয়েবসাইট newindia.co.in-এ আবেদন করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। ২১ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ তারিখ। অক্টোবরে অনলাইনে নেওয়া হবে পরীক্ষা।নীচে এই পদে চাকরির আবেদনের জন্য বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও বিবরণ দেওয়া হল।


গুরুত্বপূর্ণ তারিখ(NIACL AO Recruitment important dates)
ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন ১ সেপ্টেম্বর থেকে। এই আবেদনের শেষ তারিখ ২১সেপ্টেম্বর ২০২১। 
NIACL AO Phase 1 Exam Date- অক্টোবর ২০২১
NIACL AO Phase 2 Exam Date- নভেম্বর ২০২১


কাদের জন্য কত নিয়োগ ?(Administrative Officer)
SC - 46
ST - 22
OBC - 81
EWS - 30
UR  - 121


এনআইএসিএল-এর বেতন (NIACL AO Salary)
এই অফিসারদের ক্ষেত্রে বেসিক পে হবে ৩২,৭৯৫ টাকা। এর সঙ্গে অন্যান্য অ্যালাওয়েন্স দেবে কোম্পানি। শহরের অফিসে কাজ হলে বাছাই করা চাকরিপ্রার্থীদের সব মিলিয়ে ৬০,০০০ টাকা বেতন দেবে কোম্পানি।


NIACL AO-র শিক্ষাগত যোগ্যতা (NIACL AO Eligibility Criteria)
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ হতে হবে। জেনারেলের ক্ষেত্রে আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনের জন্য। তবে SC/ST/PwBD আবেদনকারীদের ক্ষেত্রে ৫৫শতাংশ নম্বর পেলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ফাইনাল ইয়ার বা স্নাতক স্তরের শেষ সেমেস্টারে রয়েছেন এমন চাকরিপ্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।


আবেদনকারীর বয়স সীমা (NIACL AO Age Limit)
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১বছর। তবে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৩০ অতিক্রম করলে চলবে না। 


তিন ধাপে হবে প্রার্থী নির্বাচন(Selection Process for NIACL AO)
এই পদে চাকরি পেতে প্রথমে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে।পরে মেন পরীক্ষায় উত্তীর্ণ হলেই আসবে ইন্টারভিউয়ের ডাক।এই বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে (http://newindia.co.in) লগ ইন করতে হবে।  


Education Loan Information:

Calculate Education Loan EMI