NIRF Ranking 2025: বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে NIRF র‍্যাঙ্কিং ২০২৫ যেখানে সারা ভারতের শীর্ষস্থানীয় কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলির (NIRF Ranking 2025) তালিকা তুলে ধরা হয়েছে। NIRF-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন নয়াদিল্লির ভারত মণ্ডপমে এক বিশেষ অনুষ্ঠানে এই র‍্যাঙ্কিংয়ের দশম সংস্করণ প্রকাশ করেন।

এই বছর এই তালিকায় মোট ১৭টি ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- সামগ্রিক বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, মেডিকেল, ডেন্টাল, আইন, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, কৃষি ও সংশ্লিষ্ট সেক্টর, উদ্ভাবনী, মুক্ত বিশ্ববিদ্যালয়, স্কিল ইউনিভার্সিটি, স্টেট পাবলিক ইউনিভার্সিটি ইত্যাদি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিংয়ের (NIRF Ranking 2025) জন্য MHRD দ্বারা একটি কোর কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং তারাই এই র‍্যাঙ্কিংয়ের নিয়ম ও পরিমিতি নির্ধারণ করেছে। আর এই তালিকাতেই জায়গা করে নিয়ে কলকাতার ৪টি প্রতিষ্ঠান। কোন কোন প্রতিষ্ঠান পেল সেরার শিরোপা ?

কলেজ ক্যাটাগরিতে সেরা দশের মধ্যে স্থান (NIRF Ranking 2025) রয়েছে কলকাতার দুটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের। একটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, আর অন্যটি হল অত্যধিক জনপ্রিয় সেন্ট জেভিয়ার্স কলেজ। প্রথমটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে এবং দ্বিতীয়টি রয়েছে তালিকার অষ্টম স্থানে। এছাড়া সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার নাম। আর সবশেষে সেরা বিশ্ববিদ্যালয় এবং সেরা স্টেট পাবলিক ইউনিভার্সিটির তালিকায় স্থান করে নিয়েছে বরাবরের মত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেরা বিশ্ববিদ্যালয় ২০২৫-এর তালিকায় এই প্রতিষ্ঠানের নাম রয়েছে নবম স্থানে আর সেরা স্টেট পাবলিক ইউনিভার্সিটির তালিকায় একেবারে শীর্ষে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

২০২৫-এর সেরা বিশ্ববিদ্যালয় এগুলি

আইআইএসসি বেঙ্গালুরু

জেএনইউ দিল্লি

মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন মণিপাল

জামিয়া মিলিয়া ইসলামিয়া নয়াদিল্লি

দিল্লি বিশ্ববিদ্যালয়

বিএইচইউ বারাণসী

বিআইটিএস পিলানি

অমৃত বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর

যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়

অন্যদিকে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগে খড়গপুর আইআইটি আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ জায়গা করে নিয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।


Education Loan Information:

Calculate Education Loan EMI