Oil India Limited Jobs: অয়েল ইন্ডিয়ায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ম্যানেজার , ইঞ্জিনিয়ার ছাড়াও আরও পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাঠাতে পারেন।


Oil India Limited Jobs: সব মিলিয়ে ৫০ টি পদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ম্যানেজার সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার, সিনিয়র অফিসার পদে হবে নিয়োগ। গ্রেড-সি ও গ্রেড-বি পদের অধীনে এই নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অনলাইনে অয়েল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। 


MANAGER (ERP-HR) : 01
SUPERINTENDING ENGINEER (ENV) – 02
SUPERINTENDING MEDICAL OFFICER (RADIOLOGY) – 01
SUPERINTENDING MEDICAL OFFICER (PAEDIATRICS) – 1
SENIOR MEDICAL OFFICER – 01
SENIOR SECURITY OFFICER – 01
SENIOR OFFICER (CIVIL) – 02
SENIOR OFFICER (ELECTRICAL) – 08
SENIOR OFFICER (INST.) – 06
SENIOR OFFICER (MECHANICAL) – 20
SENIOR OFFICER (PUBLIC AFFAIRS) – 4
SENIOR ACCOUNTS OFFICER/ INTERNAL AUDITOR – 05
SENIOR OFFICER (HR) – 03


Oil India Limited Jobs: প্রার্থী বাছাই
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি), (জিডি)/গ্রুপ টাস্ক (জিটি) ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — https://www.oil-india.com 


Oil India Limited Jobs: আবেদনের ফি  প্রার্থীদের অবশ্যই 500/- টাকা আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি দেওয়া যেতে পারে। আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন। তবে মহিলা প্রার্থী ও SC/ST, PWD, প্রাক্তন-সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। আরও বিশদে জানতে অফিশিয়াল সাইট দেখুন।


Official website of Oil India Limited — https://www.oil-india.com 


Education Loan Information:

Calculate Education Loan EMI