Job News:  রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়ায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ১৫টি শূন্যপদে হবে এই নিয়োগ, নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮০০০০ টাকা থেকে বেতন পাবেন। নিয়োগের (OIL Recruitment) আগে একটি পরীক্ষাও দিতে হবে আগ্রহী প্রার্থীদের। দেখে নিন কীভাবে আবেদন, কবে শেষ দিন।


শূন্যপদ


বিভিন্ন বিভাগে মোট ১৫টি শূন্যপদে নিয়োগ হবে অয়েল ইন্ডিয়ায়। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (প্রোডাকশন) পদেই হবে এই নিয়োগ। ১৫টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৭টি শূন্যপদ। SC-র জন্য ২টি, ST-র জন্য ১টি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৪টি শূন্যপদ রয়েছে।


বয়সসীমা


১১ মার্চ ২০২৪-এর মধ্যে আগ্রহী প্রার্থীদের (OIL Recruitment) অসংরক্ষিত বা ইডব্লিউএস ক্যাটাগরিতে ৩২-৩৩ বছর বয়স হতে হবে সর্বাধিক। অন্যদিকে ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা হবে ৩৫-৩৭ বছর। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায়ের জন্য বয়সসীমা হতে হবে ৩৭-৩৯ বছর। তবে মনে রাখতে হবে অয়েল ইন্ডিয়ায় কর্মরত প্রার্থীরাও এই পরীক্ষায় বসতে পারেন, তাঁদের ক্ষেত্রে কোনও বয়সসীমা নেই।


শিক্ষাগত যোগ্যতা


আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৪ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমনকী স্নাতক স্তরে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। একইসঙ্গে প্রার্থীকে ৪ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ১ বছর ৬০০০০-১,৮০,০০০ টাকার বেতনক্রমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদনের ফি


এই পদে কাজের জন্য আবেদনের (OIL Recruitment) ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা ফি এবং তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই সংরক্ষিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


নির্বাচনের পদ্ধতি  


এই গ্রেড সি পদে নিয়োগের ক্ষেত্রে একটি নির্বাচনী পরীক্ষা দিতে হবে আগ্রহী প্রার্থীকে। দুটি ধাপে হবে এই পরীক্ষা।, প্রথম ধাপে হবে সিবিটি মোডে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে হবে পার্সোনাল ইন্টারভিউ। লিখিত পরীক্ষার ক্ষেত্রে পূর্ণমান ১০০ যার মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর পেলেই তাঁরা যোগ্য বিবেচিত হবেন। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। সিবিটি মোডের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী।


এছাড়া ফিজিক্যাল ফিটনেসও বিচার করা হবে, নথি যাচাই করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে।


কীভাবে আবেদন


এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেতে হবে https://www.oil-india.com/Current_openNew.aspx ওয়েবসাইটে। এখানেই কারেন্ট ওপেনিং বিভাগের অধীনে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে আর সেখানে অ্যাপ্লাই বাটনটিও সক্রিয় থাকবে।


শেষ দিন কবে


এই পদে নিয়োগের ক্ষেত্রে বিগত ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন। চলবে আগামী মার্চ মাসের ১১ তারিখ পর্যন্ত।   


আরও পড়ুন: Jobs And Recruitments: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI