Job News: অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকে নিয়োগ শুরু হয়েছে। বিভিন্ন পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এই সংস্থা। অর্ডন্যান্স ফ্যাক্টরির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদের জন্য আবেদন করার আগে বিস্তারিত তথ্য (Ordnance Factory Recruitment 2025) জেনে নিতে পারেন। স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য নিয়োগ শুরু হয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। উৎসাহী প্রার্থীরা avnl.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

মোট ৭টি পদের জন্য আবেদন শুরু করা হয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। এই নিয়োগের (Ordnance Factory Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

কোন কোন পদে হবে নিয়োগ

অ্যানালিসিস ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ১টি

ডিজাইন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৪টি

ডিজাইন ইঞ্জিনিয়ার ইই (মেকানিক্যাল) – ১টি

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) – ১টি

কী যোগ্যতা লাগবে প্রার্থীদের

এই অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা যারা এই সমস্ত পদের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

আগ্রহী প্রার্থীদের প্রথমে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Ordnance Factory Recruitment 2025) গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকের ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত নথির স্ব-প্রত্যয়িত কপি যোগ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে শেষ দিনের আগে। তেলেঙ্গানার এই ঠিকানায় যথাসময়ে আপনার চিঠি না পৌঁছালে আবেদন গৃহীত হবে না।

আবেদনের ফি

এই নিয়োগের জন্য অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ৩০০ টাকা। তবে মহিলা সহ বাকি সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। এসবিআই কালেক্টের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে অনলাইনেই।

বেতন কত হবে

অ্যানালিসিস ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৬০ হাজার টাকা

ডিজাইন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৫০ হাজার টাকা

ডিজাইন ইঞ্জিনিয়ার ইই (মেকানিক্যাল) – ৫০ হাজার টাকা  

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) – ৪০ হাজার টাকা  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI