PIB Fact Check: আরপিএফ- এ (RRB RPF Recruitmet 2024) সাব-ইন্সপেক্টর (Sub Inspector) এবং কনস্টেবল (Constable) পদে নিয়োগ হতে চলেছে- এই মর্মে কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল একটি নোটিফিকেশন। সম্প্রতি পিআইবি- র (PIB Fact Check) তরফে ঘোষণা করা হয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আদৌ এ জাতীয় কোনও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। অর্থাৎ ৪৬৬০টি শূন্যপদে যে নিয়োগের তথ্য প্রকাশ্যে এসেছিল তা ভুয়ো। এই জাতীয় কোনও নিয়োগ ভারতীয় রেলে হচ্ছে না। পিআইবি ফ্যাক্ট চেক- এর মাধ্যমে আসল তথ্য সামনে এসেছে। সরকারি চাকরির মধ্যে রেলের চাকরি নিয়ে আবেদনকারীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা বরাবরই বেশি। কারণ রেলে চাকরির অর্থ হল কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া। মাসিক বেতনের পাশাপাশি আনুষঙ্গিক সুযোগ সুবিধাও রেলেও চাকরিতে অন্যান্য অনেক চাকরির তুলনায় বেশ কিছুটা বেশি। সেই চাকরির ক্ষেত্রেই এবার নিয়োগ সংক্রান্ত ভুয়ো নোটিস প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এই ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। রেলের চাকরির ক্ষেত্রে যে আগ্রহ বেশি, তাই প্রতারণার জন্য সেই চাকরি ক্ষেত্রকেই বেছে নিয়েছে প্রতারকরা।
এবার দেখে নেওয়া যাক প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক তাদের এক্স হ্যান্ডেলে কী জানিয়েছে
প্রথমে আরপিএফ- এ নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশ্যে এসেছিল সেখানে বলা হয়েছিল ৪৬৬০টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে ৪৫২ জন সাব-ইন্সপেক্টির এবং ৪২০৮ জন কনস্টেবল নিয়োগের কথা বলা হয়েছিল ওই নোটিসে। এর পাশাপাশি এই বলা হয় যে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১৫ এপ্রিল থেকে এবং তা চালু থাকবে ১৪ মে পর্যন্ত। তবে পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়েছে এই যাবতীয় তথ্য মিথ্যে। এই মর্মে নিয়োগের কোনও নোটিস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেনি। প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আবেদনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভালভাবে যাচাই না করে কোনও সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে চান ? দেখে নিন কীভাবে আবেদন করবেন
Education Loan Information:
Calculate Education Loan EMI