কলকাতা: অকালে প্রয়াত হলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০১৭ রিঙ্কি চাকমা (Rinky Chakma) । ক্যানসারই ছিনিয়ে নিল প্রাণ। মাত্র আঠাশ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। গত দুই বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিঙ্কি চাকমা ( Miss India Tripura Rinky Chakma) । এই নিয়ে আগে কখনও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি তিনি। গত ২৭ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সঙ্গে একটি ছবি দেন। ছবিতে দেখা যায়, তাঁর মাথার পিছনের অনেকটা অংশ ফুলে গিয়েছে। যা আদতে ব্রেন ক্যানসারের চিহ্ন। কিন্তু ক্যানসার সেরে গেলেও কেন ফিরে এল ? কেনই বা ফুসফুস ও মস্তিষ্কে তা ছড়িয়ে পড়ল ? এই নিয়ে বেশ কিছু সম্ভাবনার কথা এবিপি লাইভকে জানালেন ফর্টিস হাসপাতালের ব্রেস্ট ও এন্ডোক্রিন সার্জেন চিকিৎসক ধৃতিমান মৈত্র।
মেটাস্ট্যাসিসই কারণ !
নিজের পোস্টেই মেটাস্ট্যাসিসের কথা উল্লেখ করেছিলেন রিঙ্কি। চিকিৎসক ধৃতিমান মৈত্রের কথায়, কিছু ক্ষেত্রে ক্যানসার কোশ জন্মানোর সময় নির্দিষ্ট অঙ্গ থেকে অন্য অঙ্গে চলে যায়। লসিকা বা রক্তের মাধ্যমে সেটি অন্য অঙ্গে চলে যায় সেটি। ক্যানসার পরীক্ষা করালে তা ধরা পড়ে না। ফলে রোগটি ধরা যায় না। ব্রেস্ট ক্যানসারে (breast cancer) এই ধরনের ঘটনা ঘটে থাকে। এর পর নির্দিষ্ট অঙ্গের ক্যানসারের যথারীতি চিকিৎসা হয়। রোগীও সেরে ওঠেন। কিন্তু এক্ষেত্রে বাঁচানো গেল না রিঙ্কি চাকমাকে।
থাকতে পারে জিনগত কারণ
জিন মিউটেশনের কারণেও ক্যানসার হতে পারে। ব্রেস্ট ক্যানসারেরই কিছু বিশেষ ধরনে দেখা যায়, ক্যানসারের জিন থেকে যায় শরীরে। ফলে একবার সারলেও রোগ আবার ফিরে আসে।
ব্রেস্ট থেকে ব্রেন ও ফুসফুসের ক্যানসার
ব্রেস্ট ক্যানসার সেরে গেলেও শরীরেই ঘাপটি মেরে বসেছিল ক্যানসর কোশ। সার্জারি করে রিঙ্কির টিউমার বাদ দেওয়া হয়। কিন্তু লাভ হয়নি। পরের পর্যায়ে ফুসফুস ও মস্তিষ্ক ক্যানসারে আক্রান্ত হয়। তার জন্য কেমোথেরাপি নিতে শুরু করেন রিঙ্কি। তাতে বাঁচার আশা ছিল মাত্র ৩০ শতাংশ। গত ২২ ফেব্রুয়ারি সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরাকে। সেখানেই প্রয়াত হন আঠাশের রিঙ্কি চাকমা।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন -Rinky Chakma Died: আঠাশেই প্রয়াত মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা, কেড়ে নিল ক্যানসার