Jobs And Recruitments: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে গত ২০ অক্টোবর। জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে পিজিসিআইএল- এর অফিশিয়াল ওয়েবসাইট powergrid.in- এখানে। ১৮৪টি শূন্যপদে ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। GATE 2023- এর স্কোর অনুসারে ট্রেনি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। 


কোথায় কত শূন্যপদ রয়েছে


  • ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রিকাল)- ১৪৪

  • ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল)- ২৮

  • ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রনিক্স)- ৬

  • ইঞ্জিনিয়ার ট্রেনি (কম্পিউটার সায়েন্স)- ৬ 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা


আগ্রহী এবং যোগ্য যেসমস্ত প্রার্থী পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে চলেছেন তাঁদের ফুল টাইম B.E./ B.Tech/ B.Sc (Engg.) এই ডিগ্রি থাকতে হবে। কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর (CGPA- এর সমতুল্য) পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। আবেদনকারীদের বয়স ২৮ বছরের কম হতে হবে। 


যোগ্য প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে


GATE 2023- এর corresponding paper- এ ১০০- র মধ্যে প্রার্থী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীদের। বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ- এই তিনটি পর্যায়ে প্রার্থীদের যোগ্যতা নির্বাচন করা হবে। GATE 2023- এর করেসপন্ডিং পেপারে যোগ্য প্রার্থীদের একটি ভ্যালিড স্কোর পেতে হবে। 


অ্যাপ্লিকেশন ফি


সমস্ত প্রার্থীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ডিটেল নোটিফিকেশনে যে ডিরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ফি জমা দেওয়া যাবে। PGCIL- এর ওয়েবসাইটে বাকি খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 


ডিআরডিও- তে নিয়োগ


ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে। এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে শূন্যপদের সংখ্যা বেশ কম, মাত্র ৩৭টি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 


আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI