নয়াদিল্লি: CBSE নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার কি বই খুলেই দেওয়া যাবে? সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) জন্য এমনই প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (National Curriculum Framework)। সূত্রের খবর, যা নিয়ে এবার চিন্তাভাবনা শুরু করেছে বোর্ড।
বই খুলেই পরীক্ষা?
কীভাবে এই ওপেন বুক টেস্ট (CBSE Open Book Exam) হবে? নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে ইংরেজি, অঙ্ক, বায়োলজি বিষয় পরীক্ষামূলকভাবে দেখা হবে বলে সূত্রের খবর। এই পদ্ধতিতে পরীক্ষার সময় পাঠ্যবই, নোট সহ অন্যান্য পড়ার সামগ্রীর সাহায্য নিতে পারবে পড়ুয়ারা। এই পদ্ধতিতে পড়ুয়াদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হয় না। বরং সংশ্লিষ্ট বিষয়ে বোঝা এবং তা কতটা বর্ণনা করার ক্ষমতা পড়ুয়ার রয়েছে তা দেখা হয়। ওপেন বুক এক্সাম অর্থ পাঠ্যবই থেকে কোনও অংশ উত্তরপত্রে হুবহু লেখা নয়।
মনে করা হচ্ছে চলতি বছর নভেম্বর-ডিসেম্বরেই শুরু পাইলট রান। বোর্ড সিদ্ধান্ত নেবে আদৌ সব স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই মূল্যায়নে সামিল হবে কিনা। চিন্তা করার ক্ষমতা দক্ষতা, প্রয়োগ, বিশ্লেষণ, ব্যাখ্যা, সৃজনশীল ভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। কীভাবে এই ওপেন বুক এক্সাম পদ্ধতি বাস্তবায়িত করা যায় তার রূপরেখা তৈরি করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিচ্ছে CBSE। সূত্রের খবর, এই পদ্ধতি কীভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে বৈঠকে উঠে এসেছে একাধিক বিষয়। যার মধ্যে অন্যতম উচ্চমানের পাঠ্যবই। যাতে পড়ুয়ারা নয়া এই পদ্ধতি বুঝতে পারে। এর পাশাপাশি এই পরীক্ষা পদ্ধতি আগে শিক্ষকদের বোঝার উপর বেশি গুরুত্ব দিয়েছেন বৈঠকে উপস্থিত একাংশ। যাতে তাঁরাও নয়া পদ্ধতি অনুযায়ী পড়ুয়াদের পড়াতে পারেন।
করোনাকালে (Covid19) ওপেন বুক টেস্টের পথে হেঁটেছিল দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)। যা জল গড়ায় আদালত পর্যন্ত। বৈষম্যের অভিযোগে সরব হয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়াদের একাংশ। মামলাকারীরা প্রশ্ন তুলেছিলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া, বিশেষভাবে সক্ষম সহ যেসব পড়ুয়ারা ইন্টারনেটের সুবিধা পান না তাঁরা কীভাবে এই পদ্ধতির সুযোগ পাবেন? পরে আদালত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের জন্য ওপেন বুক এক্সামের অনুমতি দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহতদের নিয়ে হাসপাতালে ছুটলেন সাংসদ
Education Loan Information:
Calculate Education Loan EMI