অরিত্রিক ভট্টাচার্য : সেন্ট্রাল রেলওয়ের গ্রুপ সি-র পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। ঘটনার জেরে রেলের সমস্ত শাখার গ্রুপ সি-র পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। পরীক্ষা শুধুমাত্র হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে, সিদ্ধান্ত রেল মন্ত্রকের। মঙ্গলবার রেলের পরীক্ষায় দুর্নীতির মামলায় ২৬ জনকে গ্রেফতার করে সিবিআই। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রেল মন্ত্রকের। আপাতত রেলের সমস্ত শাখার গ্রুপ সি- এর যাবতীয় পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী দিনে রেলের বিভিন্ন শাখার পরীক্ষা আর আলাদা আলাদা ভাবে, বিভাগীয় ভাবে হবে না। সমস্ত পরীক্ষার আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই নেবে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
বিষয়টির সূত্রপাত কয়েকদিন আগে। ভারতীয় রেলের মধ্য শাখার নিয়োগের পরীক্ষায় গড়মিল এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। এই নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই। মোট ৮ জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ২৬ জনকে। ধৃতরা সকলেই রেলের কর্মী। উদ্ধার করা হয় নগদ ১ কোটি টাকাও। এর পাশাপাশি হাতে লেখা এবং ফটো কপি করা প্রশ্নপত্র উদ্ধার করা হয়। সেগুলি আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। এরপরই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।
৪ মার্চের আগে যে সমস্ত রেলের পরীক্ষার অনুমোদন দেওয়া হয়নি, সেগুলি যাতে বিভাগীয় ভাবে না হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে। রেলওয়ে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর সমস্ত শাখার জেনারেল ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দিয়েছেন। রেলের আর কোনও পরীক্ষা ডিপার্টমেন্টাল বা বিভাগীয় ভাবে হবে না। সমস্ত পরীক্ষা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্ববধানে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। কম্পিউটারেই প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত রেলওয়ে জোনকে জানানো হয়েছে। এখন তদন্ত চলবে। রেলের নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসের এই ঘটনাকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ২৬ জন গ্রেফতার হয়েছে। তারা সকলেই রেলের কর্মী। আর কে বা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই।
আরও পড়ুন- বিএসএফ- এ নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? কেমন হবে পরীক্ষার প্যাটার্ন?
আরও পড়ুন- সশস্ত্র পুলিশবাহিনীতে 'অ্যাসিসট্যান্ট কমানড্যান্ট' নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু করল ইউপিএসসি
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI