Paper Leak: রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। একটা বড় চক্র চলছিল রেলওয়ের ভিতরেই, জড়িত ছিলেন বহু রেলকর্মী এবং প্রবীণ আধিকারিকরাও। আর সিবিআই এই চক্রের হদিশ পেল এবার। গ্রেফতার হলেন ২৬ জন রেলকর্মী, এমনকী তাদের মধ্যে একজন পূর্ব-মধ্য রেলের প্রবীণ ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও রয়েছেন। মুঘল সরাই স্টেশনের অধীনে মুখ্য লোকো পাইলট পদে উন্নতির জন্য একটি বিভাগীয় পরীক্ষা নেওয়া হয় রেলের পক্ষ (Railway Exam Paper Leak) থেকে, সেই পরীক্ষারই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছিল। সোমবার রাতেই সিবিআই গ্রেফতার করেছে অভিযুক্তদের। গতকাল মঙ্গলবার আয়োজিত হওয়ার কথা ছিল এই বিভাগীয় পরীক্ষা আর তার আগের রাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার হন ২৬ জন রেলকর্মী। যদিও এই পরীক্ষা বাতিল করা হয়েছে প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসার পরে।


সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে সিবিআই, এবং তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও বেশ কয়েকজন রেলকর্মী যার বেশ কয়েক বছর ধরেই টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ১৭ জন লোকো পাইলট যারা এই প্রশ্নের জন্য টাকা দিয়েছিলেন, তাদেরও আটক করেছে সিবিআই। ৩ ও ৪ মার্চের রাতে সিবিআই হানায় তাদের কাছ থেকে আগামী পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গিয়েছে।


এখানেই শেষ নয়, সিবিআই হানায় আটটি আলাদা আলাদা জায়গা মিলিয়ে মোট ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যা কিনা প্রার্থীদের থেকে সংগ্রহ করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের জন্য। সিবিআই নিশ্চিত করেছে যে হাতে লেখা সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল পরীক্ষার প্রশ্নপত্রের পুরোটাই মিল রয়েছে। এই পর্যবেক্ষণ, তথ্য প্রমাণাদির ভিত্তিতে সিবিআই মামলা দায়ের করেছে সুশান্ত পরাশর, ইন্দু প্রকাশ সহ আরও আধিকারিকদের বিরুদ্ধে। জানা গিয়েছে এই সুশান্ত পরাশরের হাতেই দায়িত্ব ছিল সমস্ত পরিকল্পনামাফিক প্রশ্ন ফাঁস করার। আর অভিযুক্তদের ঘর তল্লাশি করে হাতে লেখা প্রশ্নপত্রের ফোটোকপি পাওয়া গিয়েছে এবং সেই ফোটোকপির সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছে।   


আরও পড়ুন: Govt Jobs: মার্চে বিপুল পদে নিয়োগ হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে, দারুণ বেতন; আবেদন করেছেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI