Job News: দক্ষিণ পশ্চিম রেলওয়েতে ৯০৪ পদের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই শিক্ষানবিশ পদের জন্য হাবলির রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট rrchubli.in-এ গিয়ে আবেদন (Railway Recruitment) করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৪ জুলাই থেকে আবেদন (Apprentice Recruitment 2025) শুরু হয়েছে আর এই আবেদন প্রক্রিয়া চলবে ১৩ অগাস্ট পর্যন্ত।

জানানো হয়েছে যে এই পদের জন্য নিয়োগ করা হবে মেধাতালিকার ভিত্তিতে এবং এই মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীদের মাধ্যমিকের নম্বরের উপরে। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এবং আইটিআই ট্রেডে প্রাপ্ত নম্বর থেকে ৫০ শতাংশ মিলিয়ে এই মেধা তালিকা প্রস্তুত করা হবে। যে কোনও ট্রেডে এই শিক্ষানবিশির সময়কাল ধার্য করা হয়েছে ১ বছর। রেলওয়ে বোর্ড এমনই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে প্রশিক্ষণের সময় প্রার্থীদের কোনও হস্টেলের সুবিধে দেওয়া হবে না।

কত শূন্যপদ

হুব্বালি ডিভিশন – ১২৫ পদ

ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ – ১১২ পদ

বেঙ্গালুরু ডিভিশন – ১১২ পদ

মাইশোর ডিভিশন – ৯১ পদ

সেন্ট্রাল ওয়ার্কশপ – ২৩ পদ

কী যোগ্যতা লাগবে

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোনও নির্দিষ্ট স্বীকৃত বোর্ড থেকে তাদের দশম বা দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এক্ষেত্রে আইটিআই ডিগ্রি নির্দিষ্ট ট্রেডে থাকতে হবে। ১৫ বছর থেকে শুরু করে ২৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়মে বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এই আবেদনপত্রের জন্য ফি দিতে হবে ১০০ টাকা করে। এসসি বা এসটি এবং মহিলা প্রার্থীদের কোনও টাকাই দিতে হবে না। অনলাইন মোডে এই আবেদন ফি জমা করতে হবে সকল আবেদনকারী প্রার্থীকে।

SBI-তে প্রবিশনারি অফিসার নিয়োগ 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবিশনারি অফিসার হিসেবে নিয়োগ চলছিল। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ছিল ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত। যারা আবেদন করেননি, তারা আর সুযোগ পাবেন না। তবে আইবিপিএসের তরফে পিও এবং এসও পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ পেয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI