Recruitment News: ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত মিনেস্টারিয়াল ও আইসোলেটেড পদের জন্য করা হবে এই নিয়োগ। আর এই নিয়োগের মাধ্যমে সংস্থায় মোট ১০৩৬ শূন্যপদে লোক (Recruitment News) নেওয়া হবে। বিভিন্ন ধরনের পদে করা হবে এই নিয়োগ। মূলত শিক্ষক হিসেবে নিয়োগ হবে। আগ্রহী আবেদনকারীরা (Railway Recruitment) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ নির্দেশিকা পড়ে নিতে পারেন। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া।


কবে আবেদন, কতদিন চলবে


আগামী বছরের শুরুতেই এই নিয়োগের আবেদন শুরু হয়ে যাবে। ৭ জানুয়ারি থেকে আবেদনের উইন্ডো খুলে যাবে এবং আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত করা যাবে আবেদন। অনলাইনেই করতে হবে আবেদন, অফলাইনে বা ডাকযোগে আবেদন গৃহীত হবে না।


আবেদনের ফি


এর জন্য আবেদনের ফি রয়েছে কিছু টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের সময় ফি হিসেবে জমা দিতে হবে ২৫০ টাকা। তবে অসংরক্ষিত প্রার্থী, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য এই আবেদনের ফি দিতে হবে হবে মাত্র ৫০০ টাকা। তবে এর মধ্যে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে প্রথম ধাপের পরীক্ষায় বসার পরে। আর সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে তারা পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। প্রথম ধাপের পরীক্ষায় বসার পরেই এই রিফান্ড মিলবে বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।


শূন্যপদের বিবরণ


কোন কোন পদের জন্য কত আসন রয়েছে নিয়োগের ক্ষেত্রে তা এবারে বিস্তারিত দেখে নিন –


পোস্ট গ্র্যাজুয়েট টিচার – ১৮৭টি


ট্রেনড গ্র্যাজুয়েট টিচার – ৩৩৮টি


সায়েন্টিফিক সুপারভাইজর (এর্গোনমিকস ও ট্রেনিং) – ৩টি


চিফ ল অ্যাসিস্ট্যান্ট – ৫৪টি


পাবলিক প্রসিকিউটর – ২০টি


ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর – ১৮টি


সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / ট্রেনিং – ২টি


জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) – ১৩০টি


সিনিয়র পাবলিসিটি ইন্সট্রাক্টর – ৩টি


স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর – ৫৯টি


লাইব্রেরিয়ান – ১০টি


মিউজিক টিচার (ফিমেল) – ৩টি


প্রাইমারি রেলওয়ে টিচার- ১৮৮টি


অ্যাসিস্ট্যান্ট টিচার (ফিমেল জুনিয়র স্কুল) – ২টি


ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট / স্কুল – ৭টি


ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট) – ১২টি


কীভাবে আবেদন


রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন করতে হবে। তবে আবেদনের আগে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য পড়ে নিতে হবে আগ্রহী আবেদনকারীকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: IIT Bombay: বই পড়া নয়, সমাজমাধ্যমেই কাটে সময়, 'ভাল অভ্যাস' ছাড়াই ২০-তেই কোটিপতি আইআইটির এই পড়ুয়া- কী জানালেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI