Recruitment News: রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। যদিও হাতে বেশিদিন সময় নেই। দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে ১ হাজার পদে নিয়োগ হবে। শিক্ষানবিশ পদের জন্য (Railway Recruitment 2025) এই নিয়োগ করা হবে। আরআরসির নাগপুর বিভাগের জন্য এই আবেদন করতে পারবেন আপনি। অনেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেলওয়ে। আগামী ৪ মে-র মধ্যেই করতে হবে আবেদন। ফলে হাতে আর ২ দিন মাত্র সময় আছে। এর জন্য প্রার্থীদের আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।
apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য আবেদনকারীদের ৪ মে-র মধ্যেই (Railway Recruitment 2025) করতে হবে আবেদন। এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনও আবেদন গৃহীত হবে না।
কত শূন্যপদ
সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলে এক হাজার সাতটি পদের জন্য নিয়োগ করা হবে। এই সমস্ত পদেই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এর মধ্যে ৯১৯টি পদ নাগপুর বিভাগের জন্য সংরক্ষিত রয়েছে এবং ৮৮টি পদ ওয়ার্কশপ মোতিবাগের জন্য সংরক্ষিত রয়েছে।
কী যোগ্যতা লাগবে
এই নিয়োগে কেবলমাত্র সেই প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, এর সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেটও প্রয়োজন হবে।
বয়সসীমা
রেলের নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে এই আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে সংরক্ষিত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। এসসি/এসটি প্রার্থীদের বয়সে ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।
আবেদন ফি কত দিতে হবে
এই নিয়োগের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে যা কিনা অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য। তবে অন্য সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।
এত মিলবে বৃত্তি
২ বছরের আইটিআই কোর্স করেছেন যারা, তাদের বৃত্তি দেওয়া হবে মাসিক ৮০৫০ টাকা করে।
১ বছরের আইটিআই কোর্স করেছেন যারা, তাদের ৭৭০০ টাকা করে দেওয়া হবে বৃত্তি।
Education Loan Information:
Calculate Education Loan EMI