Bank Jobs: ব্যাঙ্কে যারা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলছে নিয়োগ। এই জাতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার আঞ্চলিক অফিসে অ্যাডভাইসর পদে (Bank Jobs) নিয়োগ করা হবে। এই নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। ৬৩ বছরের মধ্যে হলেই যে কেউ আবেদন করতে পারেন এই পদের জন্য। স্থানভেদে মাসিক বেতনে ফারাক হতে পারে সামান্য। এই চাকরি (Job News) স্থায়ী নয়, মূলত ২ বছরের চুক্তিতে নেওয়া হবে প্রার্থীকে। দেখে নিন কতগুলি শূন্যপদ এবং কীভাবেই বা আবেদন করবেন।
পদের নাম
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আঞ্চলিক ও স্থানীয় অফিসগুলিতে অ্যাডভাইসর পদে (Bank Jobs) নিয়োগ করা হবে। ২০২৪-২৫ অর্থবর্ষে স্কেল ১ থেকে শুরু করে স্কেল ৪ পর্যন্ত স্তরে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। মূলত ব্যাঙ্ক চাইছে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ করতে । যে কোনও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী এক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাবেন।
বয়সসীমা
এই পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর। অর্থাৎ ৬০ বছরে অবসর (Bank Jobs) নিয়ে কোনও আগ্রহী প্রার্থী এই পদের জন্য আবেদন করতেই পারেন কিন্তু তাঁর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। এমনকী ২ বছরের চুক্তির শেষেও যেন তাঁর বয়স ৬৩ বছরের সীমা না পেরোয়।
বেতন
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাডভাইসর পদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা গ্রামীণ বা মফস্বলের অফিসের জন্য মাসিক ২৫ হাজার টাকা, শহরের অফিসের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা এবং মহানগরগুলিতে চাকরি পেলে মাসিক ৪৫ হাজার টাকা বেতন পাবেন।
কাজের মেয়াদ
এই পদে কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নেওয়া হবে প্রার্থীকে। তারপর দক্ষতা অনুযায়ী বিচার বিবেচনা করে এই চুক্তির মেয়াদ আরও ১ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন অথবা ১ বছর বাড়াতে পারে সংস্থা, যে সময়ের মেয়াদ তাড়াতাড়ি শেষ হবে সেই পদ্ধতি অবলম্বন করা হবে।
অভিজ্ঞতা কী দরকার
৬০ বছরে যে সমস্ত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank of India Jobs) কর্মীরা অবসর নিয়েছেন, তাঁরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সেই আধিকারিকের ভাল ট্র্যাক রেকর্ড থাকতে হবে। স্বাস্থ্য ভাল হওয়া দরকার।
কীভাবে হবে নির্বাচন
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। ৩১ মে পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হবে এই পরীক্ষার ইন্টারভিউ।
আরও পড়ুন: BSF Recruitment 2024: BSF-এ চাকরির সুযোগ! ঢালাও নিয়োগ! কত বেতন?
Education Loan Information:
Calculate Education Loan EMI