Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিতে চাকরির (NTPC Jobs) সুযোগ। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে। ৩৫ এবং ৩৭ বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে বেশ কিছু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই নিয়োগের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন (Recruitment News) করতে হবে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখে নিন কতগুলি শূন্যপদ, কারাই বা এই পদের জন্য আবেদনের যোগ্য।


শূন্যপদ


ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে মোট তিনজন। বিভিন্ন বিভাগে করতে হবে কাজ। মূলত বিজনেস ডেভেলপমেন্ট ফিনান্স, বিজনেস ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্ট সিএস এই তিন পদের জন্য তিনজন অসংরক্ষিত প্রার্থী নিয়োগ (Recruitment News) করা হবে।


বেতন কত হবে


ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে কাজের জন্য নির্বাচিত হলে প্রার্থী বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদের (NTPC Jobs) জন্য মাসিক ১ লক্ষ টাকা বেতন পাবেন। অন্যদিকে অন্য দুই পদের জন্য মাসিক বেতনের পরিমাণ ৯০ হাজার টাকা। রেগুলেশন অনুসারে এর সঙ্গে সংস্থার পক্ষ থেকে HRA বা অন্যান্য সমস্ত অ্যালাউয়েন্স পাওয়া যাবে। এমনকী মেডিকেল সংক্রান্ত সমস্ত সুবিধাও মিলবে প্রার্থীদের।


কী যোগ্যতা লাগবে


বিজনেস ডেভেলপমেন্ট ফিনান্স হিসেবে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বি.ই বা বি.টেক ডিগ্রি থাকবে এবং এমবিএ পাশ করা থাকতে হবে। এক্সেল, পাওয়ারপয়েন্ট কিংবা ওয়ার্ডে কাজে দক্ষ হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট পদের (Recruitment News) জন্যেও শিক্ষাগত যোগ্যতা একই লাগবে। অন্যদিকে বিজনেস ডেভেলপমেন্ট সিএস পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ডিগ্রি পাশ করে থাকতে হবে।


বয়সসীমা


প্রথম দুটি পদের জন্য এই এনটিপিসি সংস্থায় আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। আর শেষ পদের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।


কাজের অভিজ্ঞতা


বিজনেস ডেভেলপমেন্ট সিএস পদে কাজের জন্য ন্যূনতম ২ বছর কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে দুই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম ৪ বছর ফিনান্স মডেলিং ভ্যালুয়েশন ইত্যাদি কাজে অভিজ্ঞ হতে হবে।


কীভাবে আবেদন করবেন


ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এই পদে আবেদন করতে গেলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ফি দিতে হবে ৩০০ টাকা। আগামী ১০ জুনের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।  


আরও পড়ুন: Success Story: ফুসফুসে কঠিন ব্যাধি, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও 'নিট'-এ প্রথম দিব্যাংশ- কেমন ছিল প্রস্তুতি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI