Job News: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে (SAI Recruitment) নিয়োগ চলছে। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে। বেতন ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া। দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ এবং কী যোগ্যতা প্রয়োজন।


শূন্যপদ


মোট চারটি বিভাগে প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়। ইনফ্রা, ম্যানেজমেন্ট, মনিটরিং এবং আইটি এই চারটি বিভাগে মোট ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে এই সংস্থায়।


যোগ্যতা


এক্ষেত্রে চারটি পৃথক পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা থাকা বাঞ্ছনীয় প্রার্থীদের।


প্রজেক্ট অফিসার (ইনফ্রা)


এই পদে (SAI Recruitment) আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার নিয়ে স্নাতকোত্তর, সরকারি কোনও সংশ্লিষ্ট সংস্থায় ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা, ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো পরিকল্পনা বা দেখভাল করার বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং ৩১ জানুয়ারি ২০২৪-এ বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীদের।


প্রজেক্ট অফিসার (ম্যানেজমেন্ট)


ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বা ২ বছরের পিজি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে। সরকারি সংশ্লিষ্ট সংস্থায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার আর তার সঙ্গে উপরিউক্ত বয়সসীমার মধ্যেই থাকতে হবে প্রার্থীর বয়স।


প্রজেক্ট অফিসার (মনিটরিং)


এই পদে আবেদনের জন্য ইনফ্রা বিভাগের মত একইরকম যোগ্যতা থাকা দরকার। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয় এই পদে আবেদনের জন্য।


প্রজেক্ট অফিসার (আইটি)


বিটেক বা এমসিএ পাশ করতে হবে আগ্রহী প্রার্থীকে। তার সঙ্গে ৩ বছর ডেভেলপার হিসেবে কাজ করার (ন্যূনতম ২ বছর ফুল স্ট্যাক ডেভেলপার) হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।


বেতনক্রম


এই পদে (SAI Recruitment) নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। তার উপর বার্ষিক ইনক্রিমেন্টও পাওয়া যাবে পারফরম্যান্সের উপর ভিত্তি করে। ব্যতিক্রমী কাজের জন্য বেতনের উপর ৭ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন প্রার্থীরা।


কাজের মেয়াদ


এই পদে চাকরি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রথমে ১ বছরের চুক্তিতে নেওয়া হবে প্রার্থীকে। পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই মেয়াদ সর্বোচ্চ ২.৫ বছর পর্যন্ত বাড়তে পারে। তবে একইসঙ্গে কাজ পছন্দ না হলে ১ মাসের নোটিশে সংস্থা অব্যাহতিও দিতে পারে।


ছুটি


এক বছরে প্রো-রেটা বেসিসে মোট ১৮টি ছুটি পাবেন কর্মী। এর থেকে বেশি ছুটি নিলে বেতন কাটা যাবে।


কীভাবে আবেদন ?


সংশ্লিষ্ট সংস্থার (SAI Recruitment) বিজ্ঞপ্তিতে দেওয়া একটি গুগল ফর্মের লিঙ্কে গিয়ে সমস্ত নথি জমা করে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ৩১ জানুয়ারি প্রকাশ পেয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি, এর ১০ দিনের মধ্যে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই আবেদন পত্র জমা করতে হবে।


বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।


আরও পড়ুন: Job News: লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হবে কোল ইন্ডিয়ায়- ১.৫ লাখ পর্যন্ত বেতন, কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI