Income Tax Department Jobs: কেন্দ্রীয় আয়কর বিভাগে ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে। এই নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। তবে শূন্যপদ খুব বেশি নেই। বয়স ৫৬ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আবেদন (Income Tax Department Jobs) করতে পারেন আপনিও। দেখে নিন কতগুলি শূন্যপদ এবং আবেদনের জন্য প্রার্থীর কী কী শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা থাকা দরকার।


শূন্যপদ


আয়কর বিভাগে ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট পদে কাজের জন্য শূন্যপদ রয়েছে মাত্র ২টি। এই দুটি পদের জন্যেই নিয়োগ করছে এই সংস্থা।


বয়সসীমা


আয়কর বিভাগের অফিসিয়াল নোটিফিকেশনের (Income Tax Department Jobs) ভিত্তিতে এই পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। এর বেশি বয়স হলে আগ্রহী প্রার্থীর আবেদন গৃহীত হবে না।


বেতন কাঠামো


আয়কর বিভাগে ইনস্পেক্টর বা অ্যাসিস্ট্যান্ট পদে কাজের (Income Tax Department Jobs) জন্য নির্বাচিত প্রার্থীকে লেভেল ৬ অনুসারে বেতন দেওয়া হবে। প্রার্থীর (Income Tax Department Jobs) বেতন শুরু হবে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে এবং নির্বাচিত প্রার্থী সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন এই সংস্থায় কাজ করলে। সপ্তম পে কমিশন অনুসারে এই পদের জন্য বেতন দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের।  


কাজের মেয়াদ


আয়কর বিভাগে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। এক্ষেত্রে ডেপুটেশনের ভিত্তিতে চুক্তিতে লোক নেওয়া হবে। এই ডেপুটেশনের মেয়াদ সর্বোচ্চ হতে পারে ৩ বছর পর্যন্ত।


কীভাবে আবেদন করবেন


এক্ষেত্রে আয়কর বিভাগে এই পদের (Income Tax Department Jobs) জন্য আবেদন অনলাইনে করা যাবে না। অফলাইনেই করতে হবে আবেদন। নয়া দিল্লিতে জয়েন্ট কমিশনারের কাছে চিঠি লিখে ডাকযোগে আপনার আবেদনপত্র পাঠাতে হবে। আপনার আবেদনপত্র দেখে প্রয়োজনে সংস্থার তরফেই তথ্য ও নথি চেয়ে নেওয়া হবে।


আগামী ৯ আগস্ট তারিখের মধ্যেই আয়কর বিভাগের নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদন পাঠাতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Success Story: একসময় স্টেশনেই রাত কাটিয়েছেন 'পঞ্চায়েত'-এর প্রহ্লাদ, ৭০০ টাকা বেতনে কাজ শুরু- আজ কীভাবে জনপ্রিয় তিনি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI