Kalyani University Jobs: অধ্যাপনা করতে চান ? সুযোগ খুঁজছেন ? নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় সম্প্রতি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিগত ১৬ অগাস্ট প্রকাশ পেয়েছে এই বিজ্ঞপ্তি। অতিথি অধ্যাপক নিয়োগ করবে কল্যাণী বিশ্ববিদ্যালয়। তবে এই নিয়োগের (Kalyani University Teacher Recruitment) জন্য কোনওভাবেই অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইনে হার্ডকপি আবেদন পাঠাতে হবে উৎসাহী আবেদনকারী প্রার্থীদের। কোন বিভাগে হবে এই নিয়োগ (Recruitment News) ? কতগুলি শূন্যপদ রয়েছে ? জেনে নিন বিস্তারিত।


সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। বিগত ১৬ অগাস্ট এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। মূলত এই বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তর স্তরের ক্লাস নেওয়ার জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে। সেমেস্টার ১ ও সেমেস্টার ৩-এর ২০২৪ ভূগোল ব্যাচের জন্য এম-এ ও এমএসসি দুই ডিসিপ্লিনের জন্যেই এই শিক্ষক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।


কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়ানোর জন্য মাত্র ৩ জন শিক্ষক নিয়োগ করা হবে যারা মূলত গেস্ট টিচার বা অতিথি শিক্ষক। বিশ্ববিদ্যালয় নিয়োগের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই অতিথি শিক্ষকদের সপ্তাহে ৬টি ক্লাস নিতে হবে। দিনে সর্বোচ্চ ৩টি ক্লাস এবং প্রতি সেমেস্টারে ন্যূনতম ৪০টি ক্লাস নিতেই হবে শিক্ষককে। এই নিয়োগের জন্য কোনও পরীক্ষা দিতে হবে না প্রার্থীকে। আবেদনপত্রের ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রার্থীকে এবং সেই ইন্টারভিউর মাধ্যমেই করা হবে প্রার্থী নিয়োগ। তবে এখনও ইন্টারভিউর তারিখ সময় ও স্থান জানানো হয়নি।


প্রার্থীদের বয়সসীমা কিংবা পারিশ্রমিক সাম্মানিক কত হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভূগোলে এম-এ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে, নেট অথবা সেট পাশ করে থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কেবলমাত্র এই তিনটি যোগ্যতা থাকলেই প্রার্থী যোগ্য বিবেচিত হবেন।


নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, যোগাযোগের নম্বর, ইমেল আইডি সহ আবেদনপত্র পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: IAS Success Story: UPSC-তে ৩৬ র‍্যাঙ্ক, IAS হয়ে দূর করেছেন মাফিয়ারাজ- অনুপ্রেরণা দেবে সোনিয়ার কাহিনি


Education Loan Information:

Calculate Education Loan EMI