Nuclear Power Corporation Jobs: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত এক্সিকিউটিভ ট্রেনি পদে করা হবে এই নিয়োগ। এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সংস্থায় মোট ৪০০ পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা (Recruitment News) উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনের আগে প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিশদে জেনে নিতে হবে। এই নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য জানার (Nuclear Power Corporation Jobs) জন্য আপনাকে যেতে হবে npcilcareers.co.in ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন উইন্ডো খুলে গিয়েছে ইতিমধ্যেই।
গুরুত্বপূর্ণ দিন
বিগত ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন। এই প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আর ৩০ এপ্রিলের মধ্যেই আগ্রহী আবেদনকারী প্রার্থীদের আবেদনের ফি জমা দিতে হবে।
এই রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই সংস্থায় অনুপ্রেরণাদায়ক ঝুঁকিগ্রহণের ক্ষমতা সম্পন্ন এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে যেখানে আগামী দিনে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবেন কর্মীরা। এখানে পারফরম্যান্স ভিত্তিক প্রমোশন মিলবে। ফলে এই সংস্থায় দারুণ কেরিয়ার গ্রোথের বিকল্প রয়েছে। মেধাবী ও কর্মঠ এক্সিকিউটিভদের প্রয়োজন এই সংস্থার'।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচনের ক্ষেত্রে তাদের গেট ২০২৩, গেট ২০২৪ এবং গেট ২০২৫ পরীক্ষার নম্বর দেখা হবে এবং তাদের পার্সোনাল ইন্টারভিউর নম্বরও দেখা হবে। এক্ষেত্রে গেট পরীক্ষার নম্বর এবং এই ইন্টারভিউর নম্বর ১:১২ অনুপাতে যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। তবে ২০২২ বা তার আগের গেট পরীক্ষার নম্বর এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না বলেই জানানো হয়েছে।
আবেদনের ফি
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অসংরক্ষিত, ইডব্লিউএস কিংবা ওবিসি প্রার্থীদের মধ্যে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরই ৫০০ টাকার অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। ৩০ এপ্রিল ২০২৫ বিকেল ৪টের মধ্যে এই ফি অনলাইনে জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের। তবে এছাড়া এসসি/এসটি, প্রাক্তন কর্মী, বিশেষভাবে সক্ষম প্রার্থী, এনপিসিআইএলের কর্মীদের কোনও আবেদন ফি লাগবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI