Job News: ভারতীয় রেলে অ্যাসিস্টান্ট লোকো পাইলটে নিয়োগ নিয়ে আরেকটি বড় খবর প্রকাশ্যে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের (Recruitment News) জন্য শূন্যপদের তালিকা সংশোধন করেছে এবং নতুন করে বর্ধিত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (RRB ALP Recruitment 2024) এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা RRB ALP-র জন্য আগেই আবেদন করেছিলেন, তারা ওয়েবসাইট থেকে এই নতুন শূন্যপদের (Railway Jobs) তালিকা দেখে নিতে পারেন। এজন্য আপনাকে RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনার জোনের জন্য। জোন ভিত্তিক শূন্যপদ প্রকাশিত হয়েছে। আপনার এলাকায় শূন্যপদ কি বাড়ল ? দেখে নিন।


কী রয়েছে বিজ্ঞপ্তিতে


এই সংশোধিত শূন্যপদের তালিকা দেখার জন্য আপনাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। indianrailways.gov.in ওয়েবসাইটে গেলেই এই নতুন তালিকা দেখতে পাবেন প্রার্থীরা। এখানে গেলে প্রথমেই হোমপেজে Recruitment বলে একটা ট্যাব আসবে। এর ভিতরে ক্লিক করে ঢুকলে আপনার জোনের নাম দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। তারপরেই আপনার জোনের জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কতগুলি শূন্যপদ রয়েছে তা দেখা যাবে। যেমন আপনি যদি কলকাতার তালিকা দেখতে চান, তাহলে আপনাকে ক্লিক করতে হবে RRB Kolkata অপশনে। হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই এই তালিকা দেখা যাবে।


এই বিজ্ঞপ্তিতে আগের লোকো পাইলটের শূন্যপদের সংখ্যা বদলে আরও বাড়ানো হয়েছে। এখন ১৮৭৯৯টি শূন্যপদে লোক নেওয়া হবে রেলে। ফলে আরও বেশি সংখ্যক প্রার্থী চাকরির সুযোগ পাবেন। এমনকী যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন, তারা চাইলে এখন তাদের আবেদনে কিছু পরিবর্তন করতে চাইলে বিকল্প বদলাতে চাইলে তাও করতে পারবেন। প্রায়োরিটি অর্ডারও বদলে নিতে পারবেন আপনি। কলকাতায় পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলওয়ে মিলিয়ে মোট ১১৫৩টি শূন্যপদ রয়েছে নতুন তালিকায়। 


কবে সক্রিয় হবে লিঙ্ক


রেলওয়ের পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই এই আবেদনে বদল করার জন্য লিঙ্কটি চালু করা হবে। RRB ALP Recruitment-এর জন্য এই লিঙ্কে ঢুকেই নিজের প্রায়োরিটি লিস্ট বদলাতে পারেন আপনিও। মনে রাখতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ করতে হবে, তারপর আর সুযোগ পাওয়া যাবে না। ১০ দিনের জন্য চালু থাকবে এই লিঙ্ক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: NEET PG 2024: ফের সক্রিয় NEET দুর্নীতির চক্র ? সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এই ভুয়ো নোটিস, সতর্ক করল কেন্দ্র


Education Loan Information:

Calculate Education Loan EMI