RRB Group D: খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে RRB Group D পরীক্ষার ফল। সম্প্রতি জানা গিয়েছে, Railway Recruitment Boards (RRBs) তাদের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ করবে। অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা থেকে প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে। শোনা যাচ্ছে, RRBs- র অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বরের আগে। একবার ফল প্রকাশ হয়ে গেলে প্রার্থীরা RRC Group D- এর রেজাল্ট নিজেদের এলাকার ভিত্তিতে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তা দেখে নেওয়ার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে লগ-ইন করা যাবে।

  


কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষায় যাঁরা যোগ্য নির্বাচিত হবেন, তাঁদের শারীরিক পরীক্ষা বা Physical Efficiency Test (PET)- র জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন Zonal Railways- এর Railway Recruitment Cells (RRC) এই প্রার্থীদের বেছে নেবে। আর এই প্রক্রিয়া নতুন বছরের শুরু থেকে আরম্ভ হবে বলে শোনা গিয়েছে। অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে। তার আগে বিভিন্ন এলাকার RRCs তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আলাদা আলাদা নোটিস প্রকাশ করবে। এমনটাই জানা গিয়েছে, Railway Recruitment Boards (RRBs)- র নোটিসে। প্রসঙ্গত উল্লেখ্য, RRB Group D কম্পিউটার টেস্ট হয়েছিল চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ১৭ অগস্ট থেকে ১০ অক্টোবরের মধ্যে। 


RRB Group D রেজাল্ট- কীভাবে দেখবেন


যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁরা কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই রেজাল্ট দেখতে পাবেন। 



  • নিজের এলাকার rrbcdg.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • এবার ক্লিক করতে হবে RRB Group D Result লিঙ্কে।

  • এবার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ লিখতে হবে।

  • এরপর লগইন বাটনে ক্লিক করে নিজের রেজাল্ট দেখে নিতে হবে।

  • পরে কাজে লাগতে পারে, তাই এই রেজাল্টের একটা প্রিন্ট আউট সঙ্গে রেখে দিতে পারেন। 


IBPS SO 2022: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলিকেশন অর্থাৎ আইবিপিএস (IBPS) কর্তৃপক্ষ তাদের Specialist Officers (CRP SPL-XII) prelim exam 2022- এর অ্যাডমিট কার্ড রিলিজ করেছে। পরীক্ষার্থীরা www.ibps.in- এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে তাদের আইপিবিএস এসও পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় ১২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২ ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। মোট তিনটে ভাগে পরীক্ষা হবে। সেখানে থাকবে ইংরেজি ভাষা, রিজনিং এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা। এই সাধারণ জ্ঞানের বিভাগে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রশ্ন থাকবে। 


আরও পড়ুন- সিঙ্গল টার্মে পরীক্ষার আয়োজন, আগামী বছর কবে হবে সিবিএসই?


Education Loan Information:

Calculate Education Loan EMI