কলকাতা: কম্বল বিতরণকাণ্ডে (Blanket Distribution) পদপিষ্ট (Asansol Stampede) হয়ে মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে চৈতালি তিওয়ারিকে (Chaitali Tiwari)। জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য? প্রশ্নও তোলে আদালত। জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী-কে তিন সপ্তাহের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি। 


জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী-কে তিন সপ্তাহের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট


এ দিকে, বৃহস্পতিবারও, দ্বিতীয় বারের জন্য আসানসোলে জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ। কিন্তু এ দিনও বাড়ি তালাবন্ধ থাকায়, জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হয় পুলিশকে।


গত ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজক ছিলেন খোদ চৈতালি।  তাতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়।  ওই ঘটনায় FIR-এ নাম থাকা আরও কয়েকজনকে পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ। বাড়ি তালাবন্ধ থাকায় ওই দিনও ফিরে আসে। 


আরও পড়ুন: Suvendu Adhikari: 'সিঙ্গুরের আন্দোলন ছিল শিল্প তাড়ানোর আন্দোলন', বিস্ফোরক মন্তব্য স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর


ওই ঘটনায় FIR-এ নাম থাকা আরও কয়েকজনকে পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার  জিজ্ঞাসাবাদের জন্য জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ। বাড়ি তালাবন্ধ থাকায় ওইদিন ফিরে আসে। 


জিতেন্দ্রর স্ত্রী চৈতালি আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী। তাঁর ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিজেপি নেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুুলিশ। যদিও জিতেন্দ্রর দাবি, তাঁর সঙ্গে রাজনৈতিক ভাবে এঁটে উঠতে না পেরে, তৃণমূল ষড়যন্ত্র করছে।


চৈতালি-সহ মোট ১০ জনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ


ওই ঘটনায় জিতেন্দ্র, তাঁর স্ত্রী চৈতালি-সহ মোট ১০ জনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত ছ'জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকেও আটক করা হয়।