Railway Jobs: ভারতীয় রেলে চাকরির সুযোগ। বিপুল শূন্যপদে রেলে নিয়োগ হতে চলেছে। এর আগেও বেশ কিছু পদের জন্য নিয়োগের (RRB ER Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেলওয়ে, তবে এবার পূর্ব রেল (Eastern Railway) নিয়োগ করবে শিক্ষানবিশ। সেই জন্য ৩১১৫ জন শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলওয়ে। যে সমস্ত প্রার্থীরা শিক্ষানবিশ পদে আবেদনে ইচ্ছুক, তারা জেনে নিন কীভাবে আবেদন করবেন এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীরা ৩১১৫টি পদে কাজের সুযোগ পাবেন। বিগত ৯ সেপ্টেম্বর এই পদে আবেদনের আহ্বান জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।  


গুরুত্বপূর্ণ তারিখ


বলাই বাহুল্য এখনও পর্যন্ত পূর্ব রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন শুরু হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই সমস্ত পদে আবেদনের লিঙ্ক খুলে যাবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। অনলাইনে নির্ধারিত নিয়ম মেনে এই আবেদন করতে হবে।


কীভাবে করবেন আবেদন


আগ্রহী প্রার্থীদের রেলওয়েতে এই সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। rrcer.org এই ওয়েবসাইট থেকে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং আবেদনের লিঙ্ক সবই পাওয়া যাবে।


কী কী যোগ্যতা লাগবে


পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ পদে যোগ দিতে গেলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং দশম শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এর সঙ্গে সেই প্রার্থীকে নির্দিষ্ট ফিল্ডে আইটিআই ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি থেকে এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারা যাবে।


আবেদনের ফি কত


এই সমস্ত পদে নিয়োগের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থী, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। অনলাইনেই এই ফি জমা করতে হবে প্রার্থীকে। এই পেমেন্ট সম্পূর্ণ অফেরতযোগ্য।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


প্রার্থীরা যারা এই সমস্ত পদের জন্য আবেদন করবেন, তাদের নিয়োগের জন্য নির্বাচিত হতে কোনও পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র মেধার ভিত্তিতেই এই পদে নিয়োগ করা হবে। দশম শ্রেণি ও আইটিআই-এর নম্বরের ভিত্তিতে যৌথভাবে মেধাতালিকা প্রস্তুত করা হবে।


কত টাকা বৃত্তি মিলবে


শিক্ষানবিশ পদে পূর্ব রেলওয়েতে নির্বাচিত হলে প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।


আরও পড়ুন: Recruitment News: ভারতের টেলিকম মন্ত্রকে চাকরির সুযোগ, ১.৪০ লাখ পর্যন্ত মিলবে বেতন


Education Loan Information:

Calculate Education Loan EMI