SAIL দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি হাসপাতালে মোট ৭৩ জন নার্স ও ফার্মাসিস্টদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করা যাবে এই পদে। M&HS বিভাগে ৬০০ শয্যা বিশিষ্ট মাল্টি-স্পেশালিটি ডিএসপি হাসপাতালে শূন্যপদেই হবে নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল SAIL,দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 


Jobs In SAIL Durgapur: ডিএসপি হাসপাতালে নার্স ও ফার্মাসিস্টদের শিক্ষাগত যোগ্যতা
 নার্সদের দক্ষতা প্রশিক্ষণ (PTN)পদে আবেদনের ক্ষেত্রে B.Sc. (নার্সিং)  ও সরকার থেকে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) তা লাগবে। পাশাপাশি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।


ফার্মাসিস্টদের দক্ষতা প্রশিক্ষণ (PTP) পদে আবেদনের ক্ষেত্রে  ফার্মাসিতে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি/ ডিপ্লোমা ও ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রশনের শংসাপত্র প্রয়োজন।


Jobs In SAIL Durgapur: বয়স সীমা
বয়সের ঊর্ধ্ব সীমা ৩০ বছর। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) DSP হাসপাতালে নার্স এবং ফার্মাসিস্ট নিয়োগ করছে


SAIL নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া:
দক্ষতার প্রশিক্ষণের জন্য নির্বাচন শুধুমাত্র সাক্ষাত্কারের মাধ্যমে তাদের কর্মক্ষমতা বিচার করে করা হবে। প্রার্থীদের অনলাইন/অফলাইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।


পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য SAIL, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট - www.sail.co.in -এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য তথ্য সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।


দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
নার্সের সাক্ষাৎকারের তারিখ: 13-06-2023 থেকে 15-06-2023


ফার্মাসিস্টের সাক্ষাৎকারের তারিখ: 20-06-2023 থেকে 21-06-2023


Jobs In Kolkata: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ-স্পনসর্ড প্রকল্পে সহযোগী/সহকারী ও ফিল্ড ইনভেস্টিগেটর পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হবে এই নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল নির্ধারিত ইমেল আইডির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে নীচে দেওয়া হল।


Post Details:
Research Associate


Research Assistant


Field Investigator


উপরোক্ত পদগুলিতে নিয়োগ হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতায়


Presidency University Kolkata: শিক্ষাগত যোগ্যতা
রিসার্চ অ্যাসোসিয়েট - সোশ্যাস সায়ন্সে স্নাতকোত্তর (ন্যূনতম ৫৫ শতাংশ) সঙ্গে NET/M.Phil। / পিএইচ.ডি থাকতে হবে আবেদনকারীর।


Presidency University Kolkata: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট ছাড়াও আরও পদে নিয়োগের বিজ্ঞপ্তি


Education Loan Information:

Calculate Education Loan EMI