Jobs And Recruitments: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে (Steel Authority of India) রয়েছে চাকরির সুযোগ। Operator-cum-Technician (Trainee) - এই পদে হতে চলেছে নিয়োগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা sail.co.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। শুধুমাত্র অনলাইনেই SAIL - এই ট্রেনি পদে নিয়োগের জন্য আবেদন জানানো যাবে। মোট ৩৪১টি শূন্যপদ রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেবে SAIL কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত


আবেদনকারীদের একটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি দিতে হবে। ইংরেজি এবং বাংলায় এই পরীক্ষা হবে। এই পরীক্ষায় ১০০টি অবজেকটিভ ধরনের প্রশ্ন থাকবে। দুটো বিভাগে মোট ৫০টি করে প্রশ্ন থাকবে। Domain Knowledge - এর জন্য ৫০টি এবং Aptitude Test - এ ৫০টি প্রশ্ন থাকবে। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা হবে ৯০ মিনিটের অর্থাৎ দেড় ঘণ্টা। যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের নাম শর্টলিস্ট করে নেওয়া হবে। তারপর মেধার ভিত্তিতে হবে স্কিল টেস্ট। 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে, দেখে নিন


জেনারেল, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া আবেদনকারীদের ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, ESM এবং Departmental candidates- দের ক্ষেত্রে ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এডিএম এবং ডেবিট কার্ডের মাধ্যমে আবেদনকারীদের এই টাকা জমা দিতে বলা হয়েছে। অন্য কোনও উপায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে না।  


আবেদনকারীদের যোগ্যতা কী হওয়া প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা 


যাঁরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য আবেদন জানাবেন তাঁদের অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে একটি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে। এছাড়াও তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে প্রাসঙ্গিক বিষয়ে। এর পাশাপাশি ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে তাঁরাই আবেদন জয়াম দিতে পারবেন। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- স্টেট এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশিত ! কীভাবে দেখবেন রেজাল্ট, কাট অফ মার্কস?


Education Loan Information:

Calculate Education Loan EMI