কলকাতা: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের জন্য নেওয়া হয় সেট পরীক্ষা। এবার সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। ২৯ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে‌। WB SET-এর মেম্বার সেক্রেটারির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫তম স্টেট এলিজিবিলিট টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে‌। যেসব পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিয়েছেন, তারা WB SET-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মূল ওয়েসাইটেও পাওয়া যাবে রেজাল্ট। গত বছরের শেষে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ২৫তম সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা‌। তারাই ফল প্রকাশিত হল এবার। 


ফাইনাল অ্যানসার কি-ও প্রকাশিত 


রেজাল্টের সঙ্গে ফাইনাল অ্যানসার কি প্রকাশ করেছে  পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান-সহ ৩৩টি বিষয়ে এই পরীক্ষা হয়। প্রতিটি পরীক্ষার জন্য বিভিন্ন শ্রেণির ভিত্তিতে কাট-অফ নম্বরও প্রকাশিত হয়েছে। কোন কোন প্রার্থী পরবর্তী পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়েছেন তা জানতে হলে রেজাল্টের সঙ্গে মিলিয়ে নিতে হবে অ্যানসার কি। 


কীভাবে দেখা যাবে অ্যানসার কি 



  • পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে যেতে হবে প্রথমে। হোমপেজ গেলে দেখা যাবে উপরের একটি দিকে State Eligibility Test (SET) লেখা একটি লিঙ্ক দেওয়া রয়েছে।

  • ওই লিঙ্কে ক্লিক করলে কোশ্চেন পেপার & অ্যানসার কি লেখা একটি পাতা খুলে যাবে।

  • সেখানে ক্লিক করতে হবে এবারের সেট পরীক্ষার্থীদের।

  • একটি ড্রপ ডাউন পেজ খুলে  গেলে সেখান থেকে অ্যানসার কি অপশনটি সিলেক্ট করে নিতে হবে।

  • তার মধ্যে ২৫তম সেট অপশনটি বেছে নিতে হবে।

  • এর পর একটি নতুন পেজে খুলে যাবে। 

  • সেই পেজে গিয়ে নিজের বিষয় দিতে হবে।

  • বিষয়টি দিলেই স্ক্রিনের উপর ফাইনাল অ্যানসার কি খুলে যাবে।

  • চাইলে সেটিকে ভবিষ্যতের জন্য প্রিন্ট করে নিতে পারেন।


কীভাবে রেজাল্ট ডাউনলোড করা যাবে ?



  • প্রথমে পশ্চিমবঙ্গ সেট পরীক্ষার অফিসিয়াল সাইটে যেতে হবে। 

  • লেটেস্ট নিউজের অধীনে ক্লিক হিয়ার ফর ২৫তম সেট রেজাল্টের অপশন রয়েছে।

  • সেটির উপর ক্লিক করতে হবে। 

  • ক্লিক করলেই একটি পেজে দেখা যাবে নিজের তথ্য দিয়ে লগইন খরার একটি পেজ। 

  • ওই পেজে গিয়ে নিজের নাময়ো পাসওয়ার্ড দিতে হবে। 

  • এই দুটি তথ্য দিলেই WBSET-এর রেজাল্ট ডাউনলোড করা যাবে । 


আরও পড়ুন - JEE Mains Exam 2024: জয়েন্ট এন্ট্রান্স পেপার ২-এর ফল প্রকাশ শিগগিরই, দেখবেন কীভাবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI