SBI Clerk Mains Result 2025: ক্লার্ক পদে নিয়োগ করবে স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়া। তার জন্য পরীক্ষাও নেওয়া হয়েছে। আর এবার প্রকাশিত হয়েছে এসবিআই ক্লার্ক মেন পরীক্ষার ফল। এবছর ১০ এবং ১২ এপ্রিল এসবিআই ক্লার্ক মেন পরীক্ষা হয়েছিল। যাঁরা এসবিআই ক্লার্ক প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁরাই বসেছিলেন মেন পরীক্ষায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/career - এখান থেকে এসবিআই ক্লার্ক মেনস এক্সাম ২০২৫- এর রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করতে চলেছে এসবিআই। স্কোর কার্ড প্রকাশিত হবে দ্রুত। সেই সঙ্গে প্রকাশ করা হবে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টের দিনক্ষণও। 

এসবিআই ক্লার্ক মেনস রেজাল্ট ২০২৫ - কীভাবে দেখবেন ফলাফল 

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে যেতে হবে প্রথমে। 
  • এবার কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে যা হোমপেজের নীচের দিকে থাকবে। 
  • এরপর যেতে হবে কারেন্ট ওপেনিংস- এই অপশনে। 
  • এবার খুঁজে নিন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস)- এই অপশন এবং ক্লিক করুন। 
  • এরপর ক্লিক করতে হবে মেনস রেজাল্ট ফর এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটস, এই অপশনে। 
  • এবার স্ক্রিনে আপনার সামনে খুলে যাবে একটি পিডিএফ, যেখানে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে। 
  • এই পিডিএফ ডাউনলোড করে নিন। ভবিষ্যতের প্রয়োজনের জন্য সেভ করেও রাখুন। 

প্রার্থীরা কে কত নম্বর পেয়েছেন, তার স্কোর কার্ড খুব দ্রুত প্রকাশ করবে এসবিআই কর্তৃপক্ষ। সেখানে কোন বিভাগে কত নম্বর পরীক্ষার্থীরা পেয়েছেন, মোট কত নম্বর পেয়েছেন, ক্যাটেগরি অনুসারে কট-অফ স্কোর- সবই দেওয়া থাকবে। এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের লগ-ইন পোর্টালের মাধ্যমে এইসব তথ্যের নাগাল পাওয়া যাবে। 

স্থানীয় ভাষায় প্রার্থীদের কত দক্ষতা তা জানতেই তাঁদের এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট নেওয়া হয়। এর তারিখ এখনও প্রকাশিত হয়নি। তবে খুব তাড়াতাড়ি হবে। যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করেছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষার ব্যাপারে এলপিটি নেওয়া হবে। এই পরীক্ষা দিতে না চাইলে, কেউ যদি দশম কিংবা দ্বাদশ শ্রেণির পঠনপাঠনের সময় স্থানীয় ভাষা নিয়ে পড়াশোনা করেন, তাহলে সেই সার্টিফিকেট জমা দিতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI