SBI Retired Officer Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অবসরপ্রাপ্ত অফিসারদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় অনেক পদে চাকরির সুয়োগ তৈরি হয়েছে। আগ্রহী প্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিযাল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।


SBI Jobs 2022: মোট কতগুলি পদে নিয়োগ
এই নিয়োগের মধ্যে মোট 641টি শূ্ন্যপদ পূরণ করা হবে। চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার পদে নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers   বা https://www.sbi.co.in/careers- এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ও আবেদনের শেষ তারিখ 7 জুন 2022।


SBI Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ


আবেদন শুরুর তারিখ: 18 মে 2022


আবেদনের শেষ তারিখ: 07 জুন 2022



SBI Jobs 2022: কোন পদে কত নিয়োগ ?


এই নিয়োগের মাধ্যমে মোট 641টি পদ পূরণ করা হবে। যার মধ্যে 503টি পদ চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, 130টি চ্যানেল ম্যানেজার 
সুপারভাইজার ও 8টি সাপোর্ট অফিসারের পদ রয়েছে।


SBI Recruitment 2022: বেতন কাঠামো


চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 36,000 টাকা বেতন দেওয়া হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইজার পদের জন্য প্রার্থীরা 41,000 
প্রতি মাসে বেতন পাবেন। সাপোর্ট অফিসারদের জন্য প্রতি মাসে 41,000 টাকা বেতন ঠিক করেছে ব্যাঙ্ক।


SBI Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীকে ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। এর পাশাপাশি কর্মীর একটি স্মার্ট ফোন থাকতে হবে। 
কর্মকর্তা/কর্মচারীর বয়স ৬০ বছর পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।


SBI Recruitment 2022: কীভাবে হবে নির্বাচন ?


সংক্ষিপ্ত তালিকা, ইন্টারভিউ ও মেধা তালিকার ভিত্তিতে এই পদগুলির জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে।


আরও পড়ুন : OIL Recruitment 2022: অয়েল ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI